‘পাখি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
A
বিহগ
B
গরুড়
C
পৃপ
D
বিহঙ্গ
উত্তরের বিবরণ
পাখি শব্দের সমার্থক শব্দ - বিহগ, গরুড়, পক্ষী, পত্রী, পতগ, বিহঙ্গ, বিহঙ্গম, খেচর ইত্যাদি।
0
Updated: 1 month ago
কোনটি ' বাতাস' শব্দের সমার্থক নয়?
Created: 2 months ago
A
পাবক
B
মারুত
C
পবন
D
অনিল
'পাবক'- 'অগ্নি' শব্দের প্রতিশব্দ।
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুত, প্রভঞ্জন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
0
Updated: 2 months ago
‘হাতি’-এর সমার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
কুন্তল
B
ফণী
C
তনু
D
কর
'হাতি' এর সমার্থক শব্দ গজ, দন্তী, দ্বিপ, হস্তী, করী, বৃংগল, নশ, বারণ, কুঞ্জর ইত্যাদি।
0
Updated: 2 months ago
‘নন্দিনী’ -এর সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
সুন্দরী
B
নারী
C
রম্য
D
তনয়া
‘কন্যা’ শব্দের সমার্থক শব্দ:
দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে, দুলালী, স্বজা।
অন্যদিকে,
• ‘সুন্দর’ শব্দের সমার্থক শব্দ:
মনোরম, মনোহর, রম্য, কমনয়ি, ললিত, রমণীয়, অপরূপা, কমনীয়, অনুপম ইত্যাদি।
• ‘নারী’ শব্দের সমার্থক শব্দ:
দারা, ধনি, রমণী, কামিনী, মহিলা, স্ত্রী, অবলা, স্ত্রীলোক, অঙ্গনা, ভাসিনী, ললনা, কান্তা, পত্নী, সীমন্তনী।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
0
Updated: 1 month ago