কোনটি পারিভাষিক শব্দ?
A
কলেজ
B
নথি
C
রেডিও
D
অক্সিজেন
উত্তরের বিবরণ
পারিভাষিক শব্দ: বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। এর বেশিরভাগই এ কালের প্রয়োগ। নথি - file অম্লজান - Oxygen উদযান - hydrogen তাই সঠিক উত্তর : নথি।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'আমার ঘরের চাবি পরের হাতে'-গানটির রচয়িতা কে?
Created: 1 month ago
A
লালন শাহ্
B
হাসন রাজা
C
পাগলা কানাই
D
রাধারমণ দত্ত
লালন শাহ্ (১৭৭২–১৮৯০) ছিলেন বাউল সাধনার একজন প্রধান গুরু এবং বাউল গানের সর্বাধিক খ্যাতিমান রচয়িতা ও গায়ক।
তিনি ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তবে কিছু মত অনুযায়ী তাঁর জন্ম কুষ্টিয়ার কুমারখালীর ভাঁড়রা গ্রামে এক কায়স্থ পরিবারে।
লালন কখনো জাতিভেদ মেনে চলেননি। তাই তার গানে আমরা পাই এই ধরনের বাণী:
“সব লোকে কয় লালন কি জাত সংসারে / লালন কয় জাতির কি রূপ দেখলাম না এ নজরে।”
তার সবচেয়ে জনপ্রিয় কয়েকটি গান হলো:
- 
‘খাঁচার ভিতর অচিন পাখি’ 
- 
‘বাড়ির কাছে আরশী নগর’ 
- 
‘আমার ঘরখানায় কে বিরাজ করে’ 
- 
‘আমার ঘরের চাবি পরের হাতে’ 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
'Attested' শব্দের বাংলা পরিভাষা কী?
Created: 1 month ago
A
প্রত্যায়িত
B
সত্যায়িত
C
প্রত্যয়িত
D
সত্যয়িত
‘Attested’ শব্দের বাংলা পারিভাষিক অর্থ হলো সত্যায়িত, যা সাধারণত কোন কাগজপত্র বা নথি সত্য কিনা যাচাই করার প্রক্রিয়া বোঝাতে ব্যবহৃত হয়।
অন্যান্য সমজাতীয় শব্দের পারিভাষিক অর্থগুলো হলো:
- 
Certified – প্রত্যয়িত, সাধারণত কোন বিষয় বা নথি নির্দিষ্ট মানদণ্ড পূরণ করেছে বলে নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়। 
- 
Verified – প্রতিপাদিত, কোন তথ্য বা নথি সঠিকতা যাচাই করা হয়েছে বোঝাতে ব্যবহৃত হয়। 
- 
Authenticated – প্রমাণীকৃত, মূলতা বা স্বতন্ত্রতা নিশ্চিত করার প্রক্রিয়া বোঝাতে ব্যবহৃত হয়। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
কালি ও কলম কী?
Created: 2 months ago
A
উপন্যাস
B
কাব্যগ্রন্থ
C
পত্রিকা
D
প্রবন্ধ
কলকাতা থেকে ১৯২৬ খ্রিষ্টাব্দ থেকে মাসিক কালিকলম সচিত্র সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন মুরলীধর বসু, শৈলজানন্দ মুখোপাধ্যায় ও প্রেমেন্দ্র মিত্র। পরবর্তীতে শৈলজানন্দ মুখোপাধ্যায় দীর্ঘদিন সম্পাদনা করেন। পত্রিকাটি কলকাতা কলেজ স্ট্রিট মার্কেটের বরদা এজেন্সি থেকে প্রকাশিত।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago