‘নিত্য ব্যবহার্য বহু 'এরোসোলের' কৌটায় এখন লেখা থাকে 'সিএফসি' বিহীন। সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক?
A
ফুসফুসে রোগ সৃষ্টি করে
B
গ্রিন হাউজ ইফেক্টে অবদান রাখে
C
ওজোনস্তরে ফুটো সৃষ্টি করে
D
দাহ্য বলে অগ্নিকাণ্ডের সম্ভাবনা ঘটায়
উত্তরের বিবরণ
দাহ্য পদার্থ অগ্নিকাণ্ডের ঝুঁকি বৃদ্ধি করে এবং ওজোন স্তর ক্ষয়কারী উপাদানের মধ্যে CFC অন্যতম প্রধান।
এছাড়াও, নাইট্রাস অক্সাইড (N₂O), নাইট্রিক অক্সাইড (NO), মিথেন (CH₄), ব্রোমোক্লোরোফ্লোরোকার্বন (BCF), মিথাইল ব্রোমাইড (CH₃Br), ও কার্বন টেট্রাক্লোরাইড (CCl₄) ওজোন স্তর ক্ষয়কারী উপাদান হিসেবে বিবেচিত হয়।
CFC গ্যাস
-
CFC অর্থ ক্লোরোফ্লোরোকার্বন।
-
গ্রিন হাউস গ্যাসগুলো সাধারণভাবে ওজোন স্তরের ক্ষতি করে, তবে এর মধ্যে ক্লোরোফ্লোরোকার্বন সরাসরি ওজোন স্তরের উপর প্রভাব ফেলে।
-
এর মধ্যে CFC-12 এবং CFC-13 সবচেয়ে ক্ষতিকর হিসেবে চিহ্নিত।
-
এই গ্যাসগুলো কার্বন-যুক্ত যৌগ হিসেবে বায়ুমণ্ডলে উপস্থিত থেকে ক্লোরিন উৎপন্ন করে।
-
উৎপন্ন ক্লোরিন ওজোনের সাথে বিক্রিয়া করে ওজোন অণুকে ভেঙে ফেলে।
-
একটি মাত্র ক্লোরিন অণু প্রায় এক লক্ষ ওজোন অণু ধ্বংস করতে সক্ষম।
উৎস:
১. পরিবেশ বিজ্ঞান, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র।

0
Updated: 2 months ago