A
√উক্+তি
B
√উচ্ + ক্তি
C
√বচ্+ ক্তি
D
√বচ্+তি
উত্তরের বিবরণ
উক্তি = √বচ্ + ক্তি (সংস্কৃত কৃৎ প্রত্যয়)। মুচ + ক্তি = মুক্তি।

0
Updated: 1 day ago
ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
Created: 1 day ago
A
অধ্যাপিকা
B
গীতিকা
C
বালিকা
D
নায়িকা
ইকা (–িকা) প্রত্যয় ব্যবহার
১. ক্ষুদ্রার্থক ইকা
-
কোনো বস্তু বা বিষয়কে ছোট বা ক্ষুদ্র আকারে বোঝাতে ইকা যোগ করা হয়।
-
এটি নারীবাচক নয়।
-
উদাহরণ: নাটিকা, মালিকা, গীতিকা, পুস্তিকা।
২. স্ত্রীবাচক শব্দ
-
বালিকা, নায়িকা, অধ্যাপিকা ইত্যাদি।
-
এগুলো নারীর জন্য ব্যবহৃত হয় এবং ক্ষুদ্রার্থক নয়।
সারসংক্ষেপে:
নাটিকা, গীতিকা, পুস্তিকা → ক্ষুদ্রার্থক, নারীবাচক নয়।
বালিকা, নায়িকা, অধ্যাপিকা → নারীবাচক, ক্ষুদ্রার্থক নয়।

0
Updated: 1 day ago
নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
Created: 1 month ago
A
বাদী
B
সভানেত্রী
C
জেলেনি
D
পেত্নী
জেলেনি শব্দটি নি প্রত্যয়যোগে গঠিত একটি স্ত্রীবাচক শব্দ। এখানে: জেলে (মূল শব্দ) + নি (স্ত্রীবাচক প্রত্যয়) = জেলেনি। এই শব্দটি জেলে পেশায় নিযুক্ত নারীদের বোঝাতে ব্যবহার হয়।

0
Updated: 1 month ago
'কৃষ্টি' - শব্দের শুদ্ধ প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Created: 18 hours ago
A
√কৃ + তি
B
√কৃত্ + তি
C
√কৃষ্ + ই
D
√কৃষ্ + তি
সংস্কৃত কৃৎ প্রত্যয়যোগে শব্দ গঠন:
তি (ক্তি) উদাহরণ:
-
√কৃ + তি = কৃতি
-
√কৃত্ + তি = কীর্তি
-
√কৃষ্ + তি = কৃষ্টি
-
√দৃশ্ + তি = দৃষ্টি
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণী।

0
Updated: 18 hours ago