A
সেমিকোলন
B
কমা
C
দাঁড়ি
D
কোলন
উত্তরের বিবরণ
মাসের তারিখ লিখতে বার ও মাসের পর "কমা" বসবে। যেমন: ১৬ই পৌষ, বুধবার, ১৩৯৯ সন। আর কমা থাকলে ১ (এক) বলতে যে সময় প্রয়োজন ততক্ষণ থামতে হয়।

0
Updated: 1 day ago
শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Created: 19 hours ago
A
হাইফেন
B
দাঁড়ি
C
ড্যাশ
D
কমা
কমা (,)
কমা সামান্য বিরতি নির্দেশ করে। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।
যেমন:
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত – বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
নিবিড় অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবে।
সুজন, দেখ তো কে এসেছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 19 hours ago
বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়?
Created: 3 weeks ago
A
২ সেকেন্ড
B
১ সেকেন্ড
C
৩ সেকেন্ড
D
৪ সেকেন্ড
বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে, 'এক সেকেন্ড' থামতে হয়। এরুপ - জিজ্ঞাসা চিহ্ন, কোলন, কোলন ড্যাস ও ড্যাস চিহ্নেও '১' এক সেকেন্ড' থামতে হয়।

0
Updated: 3 weeks ago
অন্ত্যযতি নয় কোনটি?
Created: 2 weeks ago
A
প্রশ্নচিহ্ন
B
কোলন-ড্যাশ
C
বিস্ময়চিহ্ন
D
বিস্ময়চিহ্ন
বাংলা যতি (Punctuation Marks)
১. অন্ত্যযতি (Terminal Punctuation)
-
দাঁড়ি: ।
-
প্রশ্নচিহ্ন: ?
-
বিস্ময়চিহ্ন: !
-
দুই দাঁড়ি: ।।
২. অভ্যন্তর যতি (Internal Punctuation)
-
কমা: ,
-
সেমিকোলন: ;
-
হাইফেন: -
-
ড্যাশ: _
-
কোলন: :
-
কোলন-ড্যাশ: :-
-
বিন্দু: .
৩. অন্যান্য যতি (Other Marks)
-
ঊর্ধ্বকমা: '
-
ত্রিবিন্দু: ...
-
উদ্ধৃতিচিহ্ন: '...'/"..."
-
বন্ধনীচিহ্ন: (({{-]}))
-
বিকল্পচিহ্ন: /
উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড)

0
Updated: 2 weeks ago