নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র?
A
আমন্ত্রণপত্র
B
মানপত্ৰ
C
নিমন্ত্রণপত্র
D
স্মারক পত্র
উত্তরের বিবরণ
মানপত্র হচ্ছে এক ধরনের অভিনন্দন বা সংবর্ধনা পত্র। মানপত্র হচ্ছে সম্মান বা শ্রদ্ধাজ্ঞাপন সূচক অভিনন্দন পত্র। বিভিন্ন ধরনের পত্রের মধ্যে মানপত্র বা অভিনন্দনপত্র একটি। প্রশংসাপত্র ও একধরনেরর মানপত্র।
0
Updated: 1 month ago
'ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?
Created: 4 weeks ago
A
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B
মুহম্মদ শহীদুল্লাহ্
C
মুহম্মদ এনামুল হক
D
সুকুমার সেন
সুকুমার সেন একজন প্রখ্যাত ভাষা-চিন্তক, যিনি ভাষা ও সমাজের সম্পর্কের গভীর বিশ্লেষণ করেছেন। তাঁর ‘ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থের ‘ভাষা ও উপভাষা’ অধ্যায়ে তিনি ভাষার সামাজিক কার্যকারিতা এবং মানুষের সামাজিক প্রবৃত্তি নিয়ে বিশদভাবে আলোচনা করেছেন।
-
সুকুমার সেন তাঁর ভাষায় উল্লেখ করেন যে, মানুষ সর্বদা কোনো না কোনো সংসার বা সমাজের অংশ, এবং স্বাভাবিক অবস্থায় মানুষ সমাজ বা সংসারবিহীন নয়। মানুষ যেই সমাজে বাস করে, সেই সমাজভুক্ত অন্যান্য ব্যক্তিদের সঙ্গে তার চেতনা, উদ্দেশ্য এবং কর্মকাণ্ডের সমতা থাকে।
-
ভাষা হলো এই সমতার প্রধান মাধ্যম। ভাষার মাধ্যমে আদিম মানুষের সামাজিক প্রবৃত্তি প্রথমবার প্রকাশ পেয়েছিল। ভাষা সেই সামাজিক প্রবৃত্তিকে বিভিন্নভাবে প্রসারিত করে, মানুষকে পশুত্বের অন্ধজড়তা থেকে মুক্তি দিয়ে চিন্তাশীল করে তোলে।
-
ভাষা শুধু চিন্তার বাহন নয়, চিন্তার প্রসূতিও। যেমন লতা মঞ্চ-অবলম্বন ছাড়া বাড়তে পারে না, তেমনি চিত্তও ভাষা-অবলম্বন ছাড়া সঠিকভাবে বিচরণ করতে পারে না।
-
পশুদের সমাজ নেই। পশু একা, জোড়ে, বা দলে ঘুরে বেড়ায়, কিন্তু সেই দলকে সমাজ বলা যায় না; তা কেবল পরিবার। পশুর জীবনধারণ বাঁচার উপরে নির্ভরশীল, তাই তাদের জন্য ভাষা প্রায় অনাবশ্যক। তবে শারীরিক প্রয়োজনে কিছু পশু বিশেষ ডাক ব্যবহার করে।
সুকুমার সেনের জীবন ও কীর্তি:
-
১৯০০ সালের জানুয়ারিতে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯২ সালে মৃত্যুবরণ করেন।
-
১৯৬৩ সালে রবীন্দ্র পুরস্কার এবং ১৯৮১ সালে বিদ্যাসাগর পুরস্কার লাভ করেন।
তাঁর অন্যান্য রচনা:
-
বাংলা স্থান নাম
-
বাংলায় নারীর ভাষা
-
বাংলা সাহিত্যে গদ্য
-
ভারতীয় আর্য সাহিত্য
-
ভারত কথার গ্রন্থিমোচন
-
রামকথার প্রাক ইতিহাস
-
বটতলার ছাপা ও ছবি
-
বনফুলের ফুলবন
-
কলকাতার কাহিনি ইত্যাদি
0
Updated: 4 weeks ago
একাদশে বৃহস্পতি কী?
Created: 2 months ago
A
প্রবাদ
B
বাগধারা
C
সমস্তপদ
D
ব্যাসবাক্য
একাদশে বৃহস্পতি একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয়।
0
Updated: 2 months ago
ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
ভূমিপুত্র
B
মাটির জাহাজ
C
কাঁটাতারে প্রজাপতি
D
চিলেকোঠার সেপাই
‘চিলেকোঠার সেপাই’ উপন্যাস
-
লেখক: আখতারুজ্জামান ইলিয়াস
-
ধরণ: মহাকাব্যোচিত উপন্যাস
-
প্রেক্ষাপট: ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলনের পূর্ববর্তী সময়, ঊনসত্তরের গণঅভ্যুত্থান
-
প্রধান চরিত্র: ওসমান
-
মূল বিষয়: উপন্যাসে ওসমানের চরিত্রের মাধ্যমে দেখা যায়, কীভাবে স্বাধীনতার লক্ষ্যে একটি বড় আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষও যুক্ত হয়েছিল। এখানে ইতিবাচক রাজনীতির প্রভাব ও বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রাথমিক রূপ ফুটে উঠেছে।
আখতারুজ্জামান ইলিয়াস
-
জন্ম: ১৯৪৩, গাইবান্ধা জেলা
-
উপন্যাস:
-
চিলেকোঠার সেপাই
-
খোয়াবনামা
-
-
ছোটগল্প:
-
অন্য ঘরে অন্য স্বর
-
খোয়ারি
-
দুধেভাতে উৎপাত
-
দোজখের ওম
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago