‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ গ্রন্থের রচয়িতা কে?
A
সুকুমার সেন
B
সুকুমারী ভট্টাচার্য
C
নিহার রঞ্জন রায়
D
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরের বিবরণ
"ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ " - গ্রন্থের রচয়িতা ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায়। তিনি একজন ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ।
0
Updated: 1 month ago
ব্যাকরণের কোন শাখায় 'বিশেষ্য', 'সর্বনাম', 'ক্রিয়া' আলোচিত হয়?
Created: 1 month ago
A
রূপতত্ত্ব
B
বাক্যতত্ত্ব
C
ধ্বনিতত্ত্ব
D
অর্থতত্ত্ব
রূপতত্ত্ব হলো ভাষার সেই শাখা যা মূলত শব্দ এবং তার গঠন ও উপাদান নিয়ে আলোচনা করে।
আলোচ্য বিষয়সমূহ:
-
বিশেষ্য
-
সর্বনাম
-
বিশেষণ
-
ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি পদ
-
শব্দ গঠনের প্রক্রিয়া (যেমন: উপসর্গ, প্রত্যয়, সংযুক্তি)
0
Updated: 1 month ago
ছন্দের যাদুকর বলা হয়-
Created: 1 month ago
A
B
সুকান্ত ভট্টাচার্য
C
সুফিয়া কামাল
D
সত্যেন্দ্রনাথ দত্ত
বাংলা সাহিত্যে সত্যেন্দ্রনাথ দত্তকে প্রায়শই ‘ছন্দের জাদুকর’ বা ‘ছন্দের রাজা’ হিসেবে অভিহিত করা হয়। তিনি মূলত কবি হিসেবে খ্যাত এবং তাঁর কবিতায় দেশাত্মবোধ, শক্তির সাধনা ও মানবতাবোধের সূক্ষ্ম প্রতিফলন দেখা যায়।
-
জন্ম: ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি, কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে।
-
বহুল প্রচলিত কবিতা: ‘মেথর’
তাঁর রচিত কাব্যগ্রন্থসমূহ:
-
সবিতা
-
সন্ধিক্ষণ
-
বেণু ও বীণা
-
কুহু ও কেকা
-
অভ্র-আবীর
-
হসন্তিকা
-
বেলা শেষের গান
-
বিদায় আরতি ইত্যাদি
তাঁর রচিত অনুবাদকাব্য:
-
তীর্থ রেণু
-
মণি মঞ্জুষা
0
Updated: 1 month ago
'লাটাই' কোন ভাষার শব্দ?
Created: 1 month ago
A
সংস্কৃত
B
দেশি
C
হিন্দি
D
তুর্কি
• দেশি শব্দ:
বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়।
উদাহরণ: কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি ইত্যাদি।
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• লাটাই (বিশেষ্য পদ),
- এটি দেশি ভাষার শব্দ।
অর্থ: তাঁত বোনার বা ঘুড়ির সুতা জড়ানোর কাটিম, নাটাই।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
0
Updated: 1 month ago