উক্তি-এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
A
√উক্+তি
B
√উচ্ + ক্তি
C
√বচ্+ ক্তি
D
√বচ্+তি
উত্তরের বিবরণ
উক্তি = √বচ্ + ক্তি (সংস্কৃত কৃৎ প্রত্যয়)। মুচ + ক্তি = মুক্তি।
0
Updated: 1 month ago
নিচের কোনটি ‘সৃষ্টি’- এর প্রকৃতি ও প্রত্যয়?
Created: 1 month ago
A
সৃষ্ + টি
B
সৃশ্ + তি
C
সৃজ্ + তি
D
স্রী + ষ্টি
বিশেষ্য ও বিশেষণ গঠনে "তি" প্রত্যয় হয়। যেমন - √ঘাট্ + তি = ঘাটতি, বাড়্ + তি = বাড়তি, কাট্ + তি = কাটতি, উঠ্ + তি = উঠতি।
0
Updated: 1 month ago
'গত' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
Created: 1 month ago
A
√গত্ + অ
B
√গৃ + ক্ত
C
√গম্ + ক্ত
D
√গৃ + অত
বাংলা ভাষায় শব্দগঠন প্রক্রিয়ায় কৃৎ-প্রত্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষভাবে ক্ত (ক্ত) প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠনে ব্যবহৃত হয়। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
'গত' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়: √গম্ + ক্ত
-
সূত্র: ক্ত প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হলে বিভিন্ন রকমের পরিবর্তন ঘটে।
-
উদাহরণ:
-
√গম্ + ক্ত → গত
-
√গ্রন্থ + ক্ত → গ্রথিত
-
√চুর্ + ক্ত → চূর্ণ
-
√দা + ক্ত → দত্ত
-
√দহ্ + ক্ত → দগ্ধ
-
উৎস:
0
Updated: 1 month ago
শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
Created: 2 months ago
A
√কৃ+ অন = করণ
B
√নো + অন = নয়ন
C
√ভৈ + অন = ভুবন
D
√শয় + অন = শয়ন
সংস্কৃত কৃৎ প্রত্যয় – ‘অন’ (< অনট্)
১. কর্তৃবাচ্যে (Active sense)
| ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
|---|---|---|---|
| নিন্দ্ | অন | নন্দন | প্রশংসনীয় ব্যক্তি/বস্তু |
| সাধ্ | অন | সাধন | সাধন করা/সম্পাদন |
| তপ্ | অন | তপন | তপস্যা/উপবাস করা |
| ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
|---|---|---|---|
| গম | অন | গমন | যাত্রা/যাওয়া |
| শী | অন | শয়ন | শোয়া |
| কৃ | অন | করণ | করা/কাজ |
| উদ্ + গৃ | অন | উদ্গিরণ | উচ্চারণ/উৎপাদন |
| ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
|---|---|---|---|
| নী | অন | নয়ন | চোখ |
| চর্ | অন | চরণ | পদ/পা |
| ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
|---|---|---|---|
| শী | অন | শয়ন | শোয়ার স্থান |
| স্থা | অন | স্থান | জায়গা |
| ভূ | অন | ভুবন | পৃথিবী |
| উদ্ + যা | অন | উদ্যান | বাগান |
0
Updated: 1 month ago