A
উপমিত কর্মধারয়
B
রূপক কর্মধারয়
C
উপমান কর্মধারয়
D
মধ্যপদলোপী কর্মধারয়
উত্তরের বিবরণ
উপমিত কর্মধারয় সমাস: সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এক্ষেত্রে সাধারণ গুণটিকে অনুমান করে নেওয়া হয়। এ সমাসে উপমেয় পদটি আগে বসে। যেমন: মুখ চন্দ্রের ন্যায় - চন্দ্রমুখ।

0
Updated: 1 day ago
‘বীনাপানি’ কোন সমাস?
Created: 1 week ago
A
অব্যয়ীভাব
B
কর্মধারয়
C
বহুব্রীহি
D
তৎপুরুষ
যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্যপদ হয়, তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন - বীণা পানিতে যার = বীণাপাণি আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ।

0
Updated: 1 week ago
নিচের কোনটি নিত্য সমাস?
Created: 3 days ago
A
পঞ্চনদ
B
বেয়াদব
C
দেশান্তর
D
ভালমন্দ
যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্যসমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন: অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর, (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল = বর্ণের নয়) সাপ = কালসাপ, তুমি আমি ও সে = আমরা, দুই এবং নব্বই = বিরানব্বই।

0
Updated: 3 days ago
”মেনিমুখো” কোন সমাসের উদাহরণ?
Created: 1 month ago
A
কর্মধারয় সমাস
B
তৎপুরুষ সমাস
C
বহুব্রীহি সমাস
D
দ্বন্দ্ব সমাস
• ”মেনিমুখো” মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ।
• মধ্যপদলোপী বহুব্রীহি:
- বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্তপদে লোপ পায়, তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে।
যেমন:
- বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর = বিড়ালচোখী,
- হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি।
- এমনি ভাবে ”গায়ে হলুদ”, ”মেনিমুখো” ইত্যদি।

0
Updated: 1 month ago