A
উত্তাপ অনেক বেড়ে যাবে
B
নিম্নভূমি নিমজ্জিত হবে
C
সাইক্লোনের প্রবণতা বাড়বে
D
বৃষ্টিপাত কমে যাবে
উত্তরের বিবরণ
গ্রীন হাউস ইফেক্টের কারণে বাংলাদেশের মারাত্মক ক্ষতি: নিম্নভূমি নিমজ্জনের আশঙ্কা
গ্রীন হাউস ইফেক্টের ফলে পৃথিবীর বিভিন্ন দেশের উপকূলীয় এলাকা, বিশেষ করে বাংলাদেশ, মারাত্মক হুমকির মুখে পড়ছে। এই প্রভাবের কারণে বিশাল একটি অঞ্চল পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
২০০৭ সালে আইসিসি এক সতর্কতায় জানায়, যদি ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৪৫ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়, তবে বাংলাদেশের উপকূলবর্তী ১০-১৫ শতাংশ ভূমি পানির নিচে চলে যাবে। এর ফলে আনুমানিক ৩.৫ কোটি মানুষ বসতভিটা ও ফসলি জমি হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবে।
গ্রীন হাউস প্রভাব কী?
যখন ওজোন স্তরের ক্ষতির কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় এবং তা কৃষি ও পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে, তখন সেই অবস্থাকে গ্রীন হাউস প্রভাব (Greenhouse Effect) বলা হয়।
এই প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে উঠছে। এর ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, এবং এর পরিণতিতে পৃথিবীর নিম্নভূমিগুলো, বিশেষ করে বাংলাদেশের মতো দেশ, ধীরে ধীরে পানিতে নিমজ্জিত হওয়ার পথে।
গ্রীন হাউস গ্যাসসমূহ
যেসব গ্যাস গ্রীন হাউস ইফেক্টের জন্য দায়ী, সেগুলোকে গ্রীন হাউস গ্যাস বলা হয়। উল্লেখযোগ্য গ্রীন হাউস গ্যাসগুলোর মধ্যে রয়েছে:
-
জলীয় বাষ্প
-
কার্বন ডাই-অক্সাইড
-
মিথেন
-
নাইট্রাস অক্সাইড
-
ওজোন
-
ক্লোরোফ্লোরো কার্বন (CFCs)
এছাড়া কার্বন ডাই সালফাইড এবং কার্বনিল সালফাইডকেও পরোক্ষভাবে গ্রীন হাউস গ্যাস হিসেবে গণ্য করা হয়।
উৎস:
১. বাংলাপিডিয়া
২. ভূগোল ও পরিবেশ (নবম-দশম শ্রেণি)
৩. অর্থনৈতিক সমীক্ষা – ২০২০

0
Updated: 2 months ago