A
চক্ষুস্মান
B
চক্ষুষ্মান
C
চক্ষুশ্মান
D
চক্ষুম্মাণ
উত্তরের বিবরণ
চক্ষুষ্মান (চোক্খুশ্মান)-[স.চক্ষুঃ+মৎ] (বিশেষণ)। চোখ আছে এমন, তীক্ষ্ণ দৃষ্টিশক্তিসম্পন্ন। সত্যদ্রষ্টা।

0
Updated: 1 day ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 week ago
A
শান্তনা
B
শান্তণা
C
সান্তনা
D
সান্ত্বনা
বাংলা ভাষায় "সান্ত্বনা" শব্দটি শুদ্ধ। এর অর্থ হলো – দুঃখ, বেদনা বা মানসিক কষ্ট লাঘবের জন্য বলা সহানুভূতিপূর্ণ কথা বা আচরণ।

0
Updated: 1 week ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 week ago
A
দোর্গা
B
দোর্গ
C
দূর্বল
D
দুরন্ত
সঠিক উত্তর: ঘ) দুরন্ত ✅
বাংলা ভাষায় অনেক শব্দের প্রচলিত রূপ থাকলেও সবগুলো শুদ্ধ নয়।
-
ক) দোর্গা ❌ → শুদ্ধ বানান হবে দরজা।
-
খ) দোর্গ ❌ → এরকম কোনো শুদ্ধ শব্দ নেই।
-
গ) দূর্বল ❌ → শুদ্ধ বানান হবে দুর্বল (এখানে "উ" নয়, "উ" স্বরবর্ণ ব্যবহার ভুল)।
-
ঘ) দুরন্ত ✅ → এটি শুদ্ধ বানান, অর্থ "অসংযত, অশান্ত, দুঃসাহসী"।
তাই শুদ্ধ বানান হলো দুরন্ত।

0
Updated: 1 week ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 3 weeks ago
A
নিরপরাধী
B
দারিদ্র্যতা
C
স্বার্থকতা
D
প্রাণিকুল
প্রাণিকুল বানানটি শুদ্ধ। 'নিরপরাধী' শব্দটির শুদ্ধ বানান নিরাপরাধ। 'দারিদ্রতা' শব্দটির শুদ্ধ বানান 'দারিদ্র্য' । স্বার্থকতার শুদ্ধ বানান হলো সার্থকতা।

0
Updated: 3 weeks ago