‘উজানের কৈ’-এই বাগধারাটির অর্থ কী?
A
বিরাট আয়োজন
B
সহজলভ্য
C
অপদার্থ
D
সামান্য পার্থক্য
উত্তরের বিবরণ
উজানের কৈ একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - সহজলভ্য। যেমন: সে গরীব হতে পারে, তাই বলে সে উজানের কৈ নয়। বাংলা ভাষায় বহু প্রাচীনকাল থেকে এসব বাগধারা ব্যবহৃত হয়ে আসছে।
0
Updated: 1 month ago
'রাবণের চিতা' বাগধারাটির অর্থ কী?
Created: 5 months ago
A
অনিষ্টে ইষ্ট লাভ
B
চির অশান্তি
C
অরাজক দেশ
D
সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো
• ‘রাবণের চিতা’ – অর্থ: চিরস্থায়ী অশান্তি।
বাক্য: একমাত্র ছেলের মৃত্যুর পর বুড়ির অন্তরে যেন রাবণের চিতা জ্বলছে।
• ‘মগের মল্লুক’ – অর্থ: সম্পূর্ণ অরাজক দেশ বা অবস্থা।
বাক্য: প্রশাসনের নজরদারির অভাবে এলাকাটা এখন মগের মল্লুকে পরিণত হয়েছে।
• ‘শাপে বর’ – অর্থ: অনিষ্ট থেকে উপকার লাভ।
বাক্য: চাকরি না পাওয়াটা শাপে বর হয়েছে, কারণ এখন সে নিজেই ব্যবসা শুরু করেছে।
• ‘ফটো পয়সার লড়াই’ – অর্থ: সামান্য কারণে বড় ঝগড়া।
বাক্য: দুই ভাইয়ের মধ্যে ফটো পয়সার লড়াই শুরু হলো সামান্য জমির জন্য।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
-
বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)
-
প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি – ড. হায়াৎ মামুদ
0
Updated: 5 months ago
'গড্ডলিকা প্রবাহ' বাগধারাটির অর্থ কি?
Created: 5 days ago
A
অপরকে অন্ধ অনুসরণ
B
স্বেচ্ছায় প্রবাহিত হওয়া
C
অতিরিক্ত ব্যয় করা
D
আশ্রয়স্থল ত্যাগ
0
Updated: 5 days ago