A
কর্মকারকে সপ্তমী বিভক্তি
B
অপাদান কারকে সপ্তমী বিভক্তি
C
করণ কারকে সপ্তমী বিভক্তি
D
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
উত্তরের বিবরণ
করণ কারক: করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়, উপায়। অর্থাৎ ক্রিয়া নিষ্পত্তির ব্যাপারে যা প্রধান সহায়, তা-ই করণ কারক। কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে । বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ‘কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা–ই করণ কারক। করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ: সপ্তমী বা এ বিভক্তি: ফুলে ফুলে ঘর ভরেছে। তে বিভক্তি: লোকটা জাতিতে বৈষ্ণব। য় বিভক্তি: চেষ্টায় সব হয়।

0
Updated: 1 day ago
‘পড়াশোনায় মন দাও’ বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Created: 3 days ago
A
কর্তায় ৭মী
B
কর্মে ৭মী
C
অপাদানে ৭মী
D
অধিকরণে ৭মী
ক্রিয়াপদকে ধরে কোথায়, কোন স্থান্ কখন, কোন সময্ কবে, কোন বিষয়ে বা ব্যাপারে এই প্রকার প্রশ্ন করলে তার উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। এখানে 'পড়াশোনায় মন দাও' বাক্যে 'কোথায় বা কোন বিষয়ে মন দাও? এর উত্তরে পাওয়া যাবে 'পড়াশোনায়'। সুতরাং এটি অধিকরণ কারক। আবার এটির সাথে 'য়' থাকায় এটি সপ্তমী বিভক্তি।

0
Updated: 3 days ago
"মেঘে মেঘে ঢেকে গেছে আকাশ।" - এ বাক্যে "মেঘে মেঘে" কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 week ago
A
অধিকরণে ৭মী
B
কর্মে শূন্য
C
করণে ৭মী
D
অধিকরণে শূন্য
করণ কারক
-
সংজ্ঞা: যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয়, তাকে করণ কারক বলা হয়।
-
অর্থাৎ, ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ক করণ কারক।
-
সহজভাবে বলতে গেলে, বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ‘কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটাই করণ কারক।
একবচনে ব্যবহৃত ৭মী বিভক্তি: এ, য়, তে, এতে ইত্যাদি।
উদাহরণ বাক্য:
মেঘে মেঘে ঢেকে গেছে আকাশ।
-
প্রশ্ন: কিসের দ্বারা ঢেকে গেছে?
-
উত্তর: মেঘে মেঘে
-
এখানে ‘মেঘে মেঘে’ করণ কারক হিসেবে ৭মী বিভক্তি ধারণ করছে।
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
-
ভাষাশিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 week ago
“এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম”-বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Created: 3 days ago
A
কর্মে ষষ্ঠী
B
নিমিতার্থে ষষ্ঠী
C
করণে ষষ্ঠী
D
সম্প্রদানে ষষ্ঠী
ক্রিয়া পদকে কার জন্য, কি জন্য, কার নিমিত্তে প্রভৃতি প্রশ্ন করলে নিমিত্ত কারক পাওয়া যায়। বাক্যে উদ্দেশ্য থাকবে। কিসের জন্য সংগ্রাম= স্বাধীনতার জন্য সংগ্রাম।

0
Updated: 3 days ago