‘পঙ্কজ’-এর সমার্থক শব্দ কোনটি?
A
শৈল
B
উৎপন্ন
C
সুবর্ণ
D
কুসুম
উত্তরের বিবরণ
'পঙ্কজ' শব্দের সমার্থক শব্দ হলো - পদ্ম, উৎপল, কমল, কুমুদ, অরবিন্দ, শতদল, নলিনী ইত্যাদি।
0
Updated: 1 month ago
১৩) 'রাজীব' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
পানি
B
পদ্ম
C
মেঘ
D
বৃক্ষ
রাজীব [বিশেষ্য পদ]
-
এটি একটি সংস্কৃত শব্দ।
-
অর্থ:
-
পদ্ম
-
কমল
-
‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দসমূহ:
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
0
Updated: 2 months ago
'কুন্তল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
অংশু
B
কেশ
C
কুবলয়
D
কমল
কুন্তল /বিশেষ্য পদ/ কেশগুচ্ছ, কেশপাশ, চুল।
0
Updated: 1 month ago
'হাতি' শব্দের সমার্থক শব্দ নয় -
Created: 1 month ago
A
বারণ
B
মাতঙ্গ
C
কুঞ্জর
D
ভুজগ
বাংলা ভাষায় সমার্থক শব্দ ব্যবহারের মাধ্যমে ভাষার প্রকাশভঙ্গি আরও সমৃদ্ধ হয়। একটি শব্দের সমার্থক রূপগুলো প্রায়ই সাহিত্যিক রচনায় বৈচিত্র্য ও সৌন্দর্য আনে। নিচে এর কিছু উদাহরণ দেওয়া হলো।
-
‘হাতি’ শব্দের সমার্থক: গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী ইত্যাদি।
-
‘সাপ’ শব্দের সমার্থক: সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ ইত্যাদি।
উৎস:
0
Updated: 1 month ago