A
ব্যাকরণ
B
ভাষা
C
ব্যাকরণ ও ভাষা উভয়ই একসাথে
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
মনের ভাব প্রকাশের জন্যে মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থবোধক ধ্বনির সমষ্টি ভাষা বলে। ভাষার মূল উপাদান হলো ধ্বনি। ধ্বনির সাহায্যেই ভাষার সৃষ্টি। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। বর্ণের সমন্বয়ে গঠিত হয় শব্দ এবং শব্দের সমন্বয়ে গঠিত হয় বাক্য। এই বাক্য হলো ভাষার মূল উপকরণ। ব্যাকরণ একটি সংস্কৃত শব্দ যার ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ করা। ব্যাকরণ ভাষার শৃঙ্খলা রক্ষা করে নিয়ম-কানুন প্রণয়ন করে এবং তা প্রয়োগের রীতি সুত্রবদ্ধ করে। সুতরাং, ব্যাকরণকে ভাষার আইন বলা যায়।

0
Updated: 1 day ago
‘গিন্নি’ কোন শব্দ?
Created: 1 week ago
A
তৎসম
B
অর্ধতৎসম
C
তদ্ভব
D
বিদেশী
বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে বলে অর্ধ - তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত । আর অর্ধ - তৎসম মানে আধা সংস্কৃত। উদাহরণ: জ্যোছনা, ছেনাদ্দ, গিন্নী, বোষ্টম, কুচ্ছিত - এ শব্দগুলো যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত।

0
Updated: 1 week ago
বাংলা আধুনিক উপন্যাস-এর প্রবর্তক ছিলেন-
Created: 3 days ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
প্যারীচাঁদ মিত্র
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ঔপন্যাসিক, সাংবাদিক এবং বাংলার নবজাগরণের একজন প্রধান ব্যক্তিত্ব।
-
তিনি ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-
বাংলা আধুনিক উপন্যাসের জনক হিসেবে তাঁকে বিবেচনা করা হয়।
-
তাঁর প্রধান ত্রয়ী উপন্যাস: আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম।
-
বঙ্কিমচন্দ্র ‘সাম্য’ নামক প্রবন্ধ গ্রন্থও রচনা করেন।
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ
উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর

0
Updated: 3 days ago
'উদর সম্পর্কিত' এক কথায় কী বলে?
Created: 2 days ago
A
ঔদনিক
B
ঔদ্ধারিক
C
ঔদবাহিক
D
ঔদরিক
ঔদরিক
-
প্রকার: বিশেষণ পদ
-
অর্থ: উদর-সম্বন্ধীয়, উদরসর্বস্ব, উদরপরায়ণ, পেটুক
-
উদাহরণ: ‘উদর সম্পর্কিত’ বিষয়কে এক কথায় বলা যায় ঔদরিক।
অন্যান্য সংশ্লিষ্ট শব্দ:
-
ঔদনিক: পাচক; সূপকার
-
ঔদবাহিক: বিবাহসংক্রান্ত, বৈবাহিকসূত্রে প্রাপ্ত
-
ঔদ্ধারিক: উদ্ধারবিষয়ক, ঋণ পরিশোধসংক্রান্ত
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 days ago