কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না?
A
উপমিত কর্মধারয়
B
রূপক কর্মধারয়
C
উপমান কর্মধারয়
D
মধ্যপদলোপী কর্মধারয়
উত্তরের বিবরণ
উপমিত কর্মধারয় সমাস: সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এক্ষেত্রে সাধারণ গুণটিকে অনুমান করে নেওয়া হয়। এ সমাসে উপমেয় পদটি আগে বসে। যেমন: মুখ চন্দ্রের ন্যায় - চন্দ্রমুখ।
0
Updated: 1 month ago
'হাতঘড়ি' কোন ধরনের কর্মধারয় সমাস?
Created: 1 month ago
A
রূপক কর্মধারয় সমাস
B
মধ্যপদলোপী কর্মধারয় সমাস
C
উপমান কর্মধারয় সমাস
D
উপমিত কর্মধারয় সমাস
মধ্যপদলোপী কর্মধারয় সমাস হলো সেই ধরনের সমাস যেখানে সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়। অর্থাৎ দুটি বা তার অধিক শব্দকে সংযুক্ত করার সময় মধ্যবর্তী পদগুলো বাদ দেওয়া হয়।
উদাহরণস্বরূপ:
-
ঘি মাখানো ভাত → ঘিভাত
-
হাতে পরা হয় যে ঘড়ি → হাতঘড়ি
-
ঘরে আশ্রিত জামাই → ঘরজামাই
-
বিজয় নির্দেশক পতাকা → বিজয়-পতাকা
0
Updated: 1 month ago
নীলাম্বর কোন সমাস?
Created: 1 month ago
A
দ্বন্দ্ব
B
তৎপুরুষ
C
কর্মধারয়
D
অব্যয়ীভাব
0
Updated: 1 month ago
কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?
Created: 4 weeks ago
A
উপপদ তৎপুরুষ
B
উপমান কর্মধারয়
C
উপমিত কর্মধারয়
D
নিত্য সমাস
কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ বলে। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন: জলে চরে যা = জলচর, জল দেয় যা = জলদ, পঙ্কে জন্মে যা = পঙ্কজ ইত্যাদি। এরূপ - গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা - চাটা, পাড়াবেড়ানি, ছা - পোষা ইত্যাদি।
0
Updated: 4 weeks ago