নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
A
মা
B
মেয়ে
C
ছাত্রী
D
সতীন
উত্তরের বিবরণ
নিত্য স্ত্রীবাচক শব্দ: কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে। যেমন- এয়ো, সতীন, সৎমা, সধবা, কুলটা, বিধবা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি। নিত্য পুরুষবাচাক শব্দ: কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে। যেমন- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।
0
Updated: 1 month ago
'ব্রাহ্মণ' শব্দের 'হ্ম' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Created: 1 month ago
A
ক্ + ষ
B
ষ্ + হ
C
হ্ + ম
D
ম্ + হ
‘ব্রাহ্মণ’ শব্দের মধ্যে ব্যবহৃত ‘হ্ম’ যুক্তবর্ণ আসলে হ্ + ম বর্ণের সমন্বয়ে গঠিত। বাংলা ভাষায় এ ধরনের একাধিক বর্ণ একত্রে মিলিত হয়ে যুক্তবর্ণ তৈরি করে। যুক্তবর্ণকে আবার দুটি ভাগে ভাগ করা হয়— স্বচ্ছ যুক্তবর্ণ এবং অস্বচ্ছ যুক্তবর্ণ। যে যুক্তবর্ণগুলো দেখলে সহজে বোঝা যায়, সেগুলোকে স্বচ্ছ যুক্তবর্ণ বলা হয়। আর যেগুলো সহজে চেনা যায় না, সেগুলোকে অস্বচ্ছ যুক্তবর্ণ বলা হয়।
বাংলা ভাষার কিছু গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ হলো
-
ক্ + স = ক্স
-
ক্ + ষ = ক্ষ
-
হ্ + ম = হ্ম
-
হ্ + ন = হ্ন
-
ষ + ণ = ষ্ণ
-
ক্ + ষ + ম = ক্ষ্ম
উৎস:
0
Updated: 1 month ago
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে কোনটি মিথ্যা?
Created: 2 weeks ago
A
ঋ, র, ষ এর পরে মূর্ধন্য 'ণ' হয়।
B
রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবেনা।
C
বিদেশি শব্দের বানানে মুর্ধন্য ষ লেখার প্রয়োজন হয়না।
D
সংস্কৃত 'সাৎ' প্রতয়যুক্ত পদে ষ হয়।
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে লেখার সময় কিছু নির্দিষ্ট ধারা ও ব্যতিক্রম মেনে চলা আবশ্যক। এগুলোর উদ্দেশ্য হলো শব্দের উচ্চারণ ও রূপে শুদ্ধতা বজায় রাখা এবং ভাষার মান統 এক করা।
প্রধান নিয়মসমূহ:
-
রেফের পর ব্যঞ্জনবর্ণ দ্বিত্ব হয় না।
উদাহরণ: অর্জ্জন, কর্ম্ম, কার্য্য, মূর্চ্ছা ইত্যাদি শব্দের পরিবর্তে যথাক্রমে অর্জন, কর্ম, কার্য, মূর্ছা লিখতে হবে। -
বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ‘ণ’ ব্যবহারের প্রয়োজন হয় না।
অর্থাৎ বিদেশি শব্দে ণ না লিখে ন লিখতে হবে।
উদাহরণ: পোশাক, মাস্টার। -
ঋ, র, ষ-র পরে মূর্ধন্য ‘ণ’ হয়।
এই নিয়মটি সংস্কৃত ধাতুভিত্তিক শব্দে প্রযোজ্য।
উদাহরণ: ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি। -
সংস্কৃত ‘সাৎ’ প্রতয়যুক্ত পদে ‘ষ’ হয় না।
অর্থাৎ ‘সাৎ’ প্রতয়যুক্ত শব্দে স-ই থাকে।
উদাহরণ: অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।
0
Updated: 2 weeks ago
‘আবেগ’ কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
বিশেষণ
B
ক্রিয়াবিশেষণ
C
পদ
D
অব্যয়
বাংলা ভাষায় ‘আবেগ’ পদ-এর অন্তর্ভুক্ত।
পদ হলো বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু। অন্যভাবে বলা যায়, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম হয় পদ।
বাক্যের অন্তর্গত এসব পদকে মোট আটটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। সেগুলো হলো—
-
বিশেষ্য
-
সর্বনাম
-
বিশেষণ
-
ক্রিয়া
-
ক্রিয়াবিশেষণ
-
অনুসর্গ
-
যোজক
-
আবেগ
(উৎস:
0
Updated: 1 month ago