নিচের কোন বানানটি শুদ্ধ?
A
চক্ষুস্মান
B
চক্ষুষ্মান
C
চক্ষুশ্মান
D
চক্ষুম্মাণ
উত্তরের বিবরণ
চক্ষুষ্মান (চোক্খুশ্মান)-[স.চক্ষুঃ+মৎ] (বিশেষণ)। চোখ আছে এমন, তীক্ষ্ণ দৃষ্টিশক্তিসম্পন্ন। সত্যদ্রষ্টা।
0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
মাষ্টার
B
পোশাক
C
জিনিষ
D
পোষ্ট অফিস
‘ষ-ত্ব’ বিধান অনুযায়ী – কেবল তৎসম শব্দেই ‘ষ-ত্ব’ বিধান প্রযোজ্য। বিদেশি শব্দে ‘ষ-ত্ব’ বিধান প্রযোজ্য নয়। ‘পোষ্ট’ ও ‘মাষ্টার’ শব্দটি ইংরেজি এবং ‘পোশাক’ ফারসি ভাষার শব্দ, তাই এতে ‘ষ’-ত্ব বিধান প্রযোজ্য হবে না। সঠিক বানান – পোস্ট, মাস্টার ও পোশাক।
0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি অশুদ্ধ?
Created: 3 weeks ago
A
দুরাকাঙ্ক্ষা
B
অভিভুত
C
মাধ্যাকর্ষণ
D
ভাগীরথী
অভিভূত শব্দটি বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে শুদ্ধ বানান এবং এটি একটি সংস্কৃত উৎসের শব্দ। সংযোগভাবে গঠিত [অভি + √ভূ + ত]।
অর্থের দিক থেকে অভিভূত শব্দের মানে:
-
বিহ্বল, ভাবাবিষ্ট
-
পরাভূত
-
আক্রান্ত
অন্যদিকে, নিম্নলিখিত বানানগুলোও শুদ্ধ:
-
দুরাকাঙ্ক্ষা
-
মাধ্যাকর্ষণ
-
ভাগীরথী
0
Updated: 3 weeks ago
'দুরাত্মা' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
দুরহ্ + আত্মা
B
দুর্ + আত্মা
C
দুঃ + আত্মা
D
দুরা্ + আত্মা
বিসর্গ সন্ধি
বিসর্গ সন্ধি ঘটে যখন পূর্বপদের শেষে বিসর্গ (ঃ) থাকে এবং পরপদের প্রথমে স্বরধ্বনি থাকে। এই ক্ষেত্রে বিসর্গ রূপান্তরিত হয়ে পরবর্তী স্বরের সঙ্গে যুক্ত হয়।
নিয়মাবলী ও উদাহরণ
-
ইঃ + অ → ই + র্
-
নিঃ + অন্ন → নিরন্ন
-
বহিঃ + অঙ্গ → বহিরঙ্গ
-
-
ইঃ + আ → ই + রা
-
নিঃ + আকার → নিরাকার
-
নিঃ + আশা → নিরাশা
-
-
উঃ + অ → উ + র
-
দুঃ + অবস্থা → দুরবস্থা
-
চতুঃ + অঙ্গ → চতুরঙ্গ
-
-
উঃ + আ → উ + রা
-
দুঃ + আত্মা → দুরাত্মা
-
দুঃ + আশা → দুরাশা
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago