নিচের কোন বানানটি শুদ্ধ?
A
চক্ষুস্মান
B
চক্ষুষ্মান
C
চক্ষুশ্মান
D
চক্ষুম্মাণ
উত্তরের বিবরণ
চক্ষুষ্মান (চোক্খুশ্মান)-[স.চক্ষুঃ+মৎ] (বিশেষণ)। চোখ আছে এমন, তীক্ষ্ণ দৃষ্টিশক্তিসম্পন্ন। সত্যদ্রষ্টা।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 2 months ago
A
আলস্যতা
B
অলস্য
C
আলস্য
D
আলসতা
- আলস্য (বিশেষ্য): কাজকর্মে অনিচ্ছা বা কর্মবিমুখতার মানসিকতা বোঝাতে ব্যবহৃত হয়। 
- 
অন্যান্য বিকল্পগুলো (যেমন: আলস্যতা, অলস্য, আলসতা) ভুল বা প্রচলিত ভুল রূপ। 
তাই “আলস্য”-ই বাংলা একাডেমি অনুসারে শুদ্ধ বানান।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
Created: 2 months ago
A
গাছে কাঁঠাল মাথায় তেল।
B
এটা লজ্জাকর ব্যাপার।
C
কালীদাস খ্যাতমান কবি।
D
একের লাঠি দশের বোঝা।
শুদ্ধ বাক্য- এটা লজ্জাকর ব্যাপার।
অন্যদিকে,
• অশুদ্ধ বাক্য- গাছে কাঁঠাল মাথায় তেল।
• শুদ্ধ বাক্য- গাছে কাঁঠাল গোঁফে তেল।
• অশুদ্ধ বাক্য- কালীদাস খ্যাতমান কবি।
• শুদ্ধ বাক্য- কালীদাস খ্যাতিমান কবি।
• অশুদ্ধ বাক্য- একের লাঠি দশের বোঝা।
• শুদ্ধ বাক্য- দশের লাঠি একের বোঝা।
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 2 months ago
A
নিরপরাধী
B
দারিদ্র্যতা
C
স্বার্থকতা
D
প্রাণিকুল
প্রাণিকুল বানানটি শুদ্ধ। 'নিরপরাধী' শব্দটির শুদ্ধ বানান নিরাপরাধ। 'দারিদ্রতা' শব্দটির শুদ্ধ বানান 'দারিদ্র্য' । স্বার্থকতার শুদ্ধ বানান হলো সার্থকতা।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago