A
সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব বস্তু প্রস্তুত করে
B
ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে
C
পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
D
মাটির অজৈব লবণকে পরিবর্তিত করে
উত্তরের বিবরণ
বিদ্যুৎ উৎপাদন প্রকল্প ও মোটরযানে নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের বিক্রিয়ায় গঠিত হয় নাইট্রিক অক্সাইড (NO)। পরে এই গ্যাস বায়ুমণ্ডলের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজ ডাই-অক্সাইড (NO₂) তৈরি করে,
যা ওজোন ও পানির সাথে সংযুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়ে বৃষ্টির মাধ্যমে ভূপৃষ্ঠে পড়ে। উদ্ভিদ এই নাইট্রিক অ্যাসিড থেকে তৈরি নাইট্রেট লবণ গ্রহণ করে, যার ফলে মাটির উর্বরতা বাড়ে।
-
উদ্ভিদের বৃদ্ধি, সতেজতা ও সবুজ রাখার জন্য নাইট্রোজেন অত্যন্ত প্রয়োজনীয়।
-
বাংলাদেশের কৃষিতে বহুল ব্যবহৃত নাইট্রোজেনযুক্ত সার হলো ইউরিয়া।
-
শুধু সার নয়, বায়ু থেকেও প্রাকৃতিকভাবে মাটিতে নাইট্রোজেন পৌঁছায়।
-
বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ প্রায় ৭৮.০২%।
-
বায়ু থেকে নাইট্রোজেন মাটিতে স্থানান্তরের প্রক্রিয়াই হল নাইট্রোজেন চক্র।
-
নাইট্রোজেন চক্র হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া, যার মাধ্যমে নাইট্রোজেন বিভিন্ন রূপে রূপান্তরিত হয়ে পরিবেশে আবর্তিত হয়।
উৎস:
১. ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. রসায়ন বিজ্ঞান ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 2 months ago