‘ফুলে ফুলে ঘর ভরেছে।’ কোন কারকে কোন বিভক্তি?
A
কর্মকারকে সপ্তমী বিভক্তি
B
অপাদান কারকে সপ্তমী বিভক্তি
C
করণ কারকে সপ্তমী বিভক্তি
D
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
উত্তরের বিবরণ
করণ কারক: করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়, উপায়। অর্থাৎ ক্রিয়া নিষ্পত্তির ব্যাপারে যা প্রধান সহায়, তা-ই করণ কারক। কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে । বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ‘কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা–ই করণ কারক। করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ: সপ্তমী বা এ বিভক্তি: ফুলে ফুলে ঘর ভরেছে। তে বিভক্তি: লোকটা জাতিতে বৈষ্ণব। য় বিভক্তি: চেষ্টায় সব হয়।
0
Updated: 1 month ago
'পড়ায় আমার মন বসে না' এখানে 'পড়ায়' কোন কারকে কোন বিভক্তি?
Created: 6 days ago
A
কর্ম কারকে ৭মী
B
অধিকরণ কারকে ৭মী
C
অপাদান কারকে ৭মী
D
করণ কারকে ৭মী
0
Updated: 6 days ago
‘পড়াশোনায় মন দাও’ বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 month ago
A
কর্তায় ৭মী
B
কর্মে ৭মী
C
অপাদানে ৭মী
D
অধিকরণে ৭মী
ক্রিয়াপদকে ধরে কোথায়, কোন স্থান্ কখন, কোন সময্ কবে, কোন বিষয়ে বা ব্যাপারে এই প্রকার প্রশ্ন করলে তার উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। এখানে 'পড়াশোনায় মন দাও' বাক্যে 'কোথায় বা কোন বিষয়ে মন দাও? এর উত্তরে পাওয়া যাবে 'পড়াশোনায়'। সুতরাং এটি অধিকরণ কারক। আবার এটির সাথে 'য়' থাকায় এটি সপ্তমী বিভক্তি।
0
Updated: 1 month ago
‘রেলগাড়িটি স্টেশন ছেড়েছে’ বাক্যে ‘স্টেশন’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 month ago
A
অপাদানে শূন্য
B
করণে শূন্য
C
কর্তায় শূন্য
D
অধিকরণে শূন্য
0
Updated: 1 month ago