A
নির্দিষ্ট রাজনৈতিক দলের মতাদর্শ প্রচার করা
B
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করা
C
সরকারের গঠনমূলক সমালোচনা করা
D
সরকারের দায়িত্বশীলতা নিশ্চিতকরণে সচেষ্ট
উত্তরের বিবরণ
সুশীল সমাজ:
- সুশীল সমাজ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অংশ।
- বর্তমানে সুশীল সমাজ মানব পুঁজি গঠন, সমাজসেবা এবং স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করছে।
- সুশীল সমাজ সরকারের দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে সচেষ্ট।
- সুশীল সমাজ সরকারের গঠনমূলক সমালোচনা করে এবং সরকার সুশীল সমাজের বক্তব্য বা সুপারিশসমূহকে উপেক্ষা করতে পারে না।
- সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করা ও মানবাধিকার রক্ষায় সোচ্চার হওয়া সুশীল সমাজের দায়িত্ব।
- সরকার বা কোন কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের মতাদর্শ প্রচার করা সুশীল সমাজের কাজ নয়।
তথ্যসূত্র- পৌরনীতি ও সুশাসন একাদশ-দ্বাদশ শ্রেণি ১ম পত্র, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

0
Updated: 21 hours ago
কোন রঙের আলাের
তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?
Created: 57 minutes ago
A
বেগুনি
B
নীল
C
কমলা
D
লাল
সাধারণ জ্ঞান
আধুনিক পদার্থবিজ্ঞান
আলো
মানসিক দক্ষতা (Mental skills)
সাধারণ জ্ঞান
No subjects available.
আলোর তরঙ্গদৈর্ঘ্য
-
দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের ক্রম: বেগুনি < নীল < আসমানী < সবুজ < হলুদ < কমলা < লাল।
-
তরঙ্গদৈর্ঘ্য কম হলে তার বিক্ষেপণ বেশি হয়।
-
তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ কম হয়।
-
লাল আলো: তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাই এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।
-
বেগুনি আলো: তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, তাই এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশি।

0
Updated: 57 minutes ago
কে পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন?
Created: 57 minutes ago
A
জুলফিকার
আলী ভুট্টো
B
ইস্কান্দার
মির্জা
C
ইয়াহিয়া
খান
D
আইয়ুব
খান
সাধারণ জ্ঞান
ইস্কান্দার আলী মির্জা
মানসিক দক্ষতা (Mental skills)
সাধারণ জ্ঞান
No subjects available.
পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি
-
পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন ইস্কান্দার মির্জা।
-
পাকিস্তানের রাজনীতিতে শুরু থেকেই স্বৈরতান্ত্রিক ও আমলাতান্ত্রিক প্রবণতা ছিল।
-
২৩ মার্চ ১৯৫৬: ইস্কান্দার মির্জা পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হন।
-
৭ অক্টোবর ১৯৫৮: ইস্কান্দার মির্জা মালিক ফিরোজ খানের নেতৃত্বাধীন সংসদীয় সরকার উৎখাত করে দেশে প্রথম সামরিক শাসন জারি করেন।
-
সেনাপ্রধান আইয়ুব খানকে প্রধান সামরিক শাসক ঘোষণা করা হয়।
-
সংবিধান বাতিল, আইন পরিষদ ও মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়।
-
মেজর জেনারেল ওমরাও খান পূর্ব বাংলার সামরিক প্রশাসক হিসেবে নিযুক্ত হন।
-
গণতন্ত্রবিরোধী কার্যক্রমে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার প্রধান সহযোগী ছিলেন আইয়ুব খান।
-
২৭ অক্টোবর ১৯৫৮: মাত্র ২১ দিনের মাথায় আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে ক্ষমতাচ্যুত করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন।

0
Updated: 57 minutes ago
শহর অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা কোনটি?
Created: 22 hours ago
A
ইউনিয়ন পরিষদ
B
জেলা পরিষদ
C
পৌরসভা
D
উপজেলা পরিষদ
বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা:
- বর্তমান বাংলাদেশে শহুরে ও গ্রামীণ দুই ধরনের স্থানীয় সরকার কার্যকর রয়েছে।
- বাংলাদেশে শহরের জন্য দুই স্তর বিশিষ্ট ও
- পল্লীর জন্য তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে।
⇨ শহর অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা-
- পৌরসভা এবং
- সিটি কর্পোরেশন।
⇨ গ্রাম অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা -
- ইউনিয়ন পরিষদ,
- উপজেলা পরিষদ এবং
- জেলা পরিষদ।
⇨ এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৩টি জেলা নিয়ে আঞ্চলিক স্থানীয় প্রশাসন রয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থানীয় সরকার ব্যবস্থা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আঞ্চলিক পরিষদ-
১. বান্দরবান পাহাড়ী জেলা পরিষদ,
২. রাঙ্গামাটি পাহাড়ী জেলা পরিষদ,
৩. খাগড়াছড়ি পাহাড়ী জেলা পরিষদ,
তথ্যসূত্র - পৌরনীতি ও নাগরিকতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 22 hours ago