নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক নয়?
A
প্রবাসী কল্যাণ ব্যাংক
B
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক
C
বাংলাদেশ কৃষি ব্যাংক
D
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
উত্তরের বিবরণ
বিশেষায়িত ব্যাংক:
- বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক - ৩টি।
- প্রবাসী কল্যাণ ব্যাংক।
- বাংলাদেশ কৃষি ব্যাংক।
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক:
- সোনালী ব্যাংক পিএলসি।
- জনতা ব্যাংক পিএলসি।
- অগ্রণী ব্যাংক।
- রূপালী ব্যাংক।
- বেসিক ব্যাংক লিমিটেড।
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।
0
Updated: 1 month ago
Trafalgar Square- কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ফ্রান্সে
B
ইংল্যান্ডে
C
চীনে
D
দক্ষিণ কোরিয়া
ট্রাফালগার স্কয়ার হলো ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত একটি বিখ্যাত চত্ত্বর, যা সাধারণ জনগণের মিলনস্থল হিসেবে পরিচিত। এটি ১৮০৫ সালে ইংল্যান্ডের ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনীর সঙ্গে যুদ্ধে জয় উদযাপন করার উদ্দেশ্যে স্থাপিত।
অন্য কিছু উল্লেখযোগ্য স্কয়ার ও তাদের অবস্থান:
-
রেড স্কয়ার: মস্কো, রাশিয়া
-
ট্রাফালগার স্কয়ার: লন্ডন, যুক্তরাজ্য
-
টাইমস স্কয়ার: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
প্লাজা দে মায়ো: বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
-
সেন্ট পিটার্স স্কয়ার: ভ্যাটিকান সিটি
-
তিয়ানআনমেন স্কয়ার: বেইজিং, চীন
উৎস:
0
Updated: 1 month ago
Gulf Cooperation Council (GCC)-এর সদস্যরাষ্ট্রের অন্তর্ভুক্ত নয়-
Created: 1 month ago
A
কাতার
B
ইরাক
C
বাহরাইন
D
ওমান
Gulf Cooperation Council (GCC) হলো একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট, যা পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলো নিয়ে গঠিত। এটি সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে কাজ করে।
-
প্রতিষ্ঠার সময়: ১৯৮১ সালের মে মাস।
-
সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
-
লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ়করণ এবং সহযোগিতা বৃদ্ধি।
-
সদস্য দেশসমূহ (৬টি):
-
সৌদি আরব
-
সংযুক্ত আরব আমিরাত
-
কাতার
-
কুয়েত
-
বাহরাইন
-
ওমান
-
0
Updated: 1 month ago
BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
কাঠমুন্ডু
B
ঢাকা
C
নয়াদিল্লী
D
ব্যাংকক
সাধারণ জ্ঞান
BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical & Economic Cooperation
সাধারণ জ্ঞান
BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) একটি আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন। এটি বহু খাতের প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত।
-
BIMSTEC প্রতিষ্ঠিত হয় ৬ জুন, ১৯৯৭ সালে।
-
এর প্রতিষ্ঠার স্থান ছিল ব্যাংকক, থাইল্যান্ড।
-
সদর দপ্তর অবস্থিত ঢাকা, বাংলাদেশে।
-
সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা ৭টি দেশ: ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার এবং থাইল্যান্ড (জুন, ২০২৫ অনুযায়ী)।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি দেশ: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড।
0
Updated: 1 month ago