কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোনটি?
A
মিজোরামের লুসাই পাহাড়
B
কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ
C
সিকিমের পার্বত্য অঞ্চল
D
খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ
উত্তরের বিবরণ
বিভিন্ন নদীর উৎপত্তিস্থল:
- পদ্মা নদীর উৎপত্তিস্থল গঙ্গা নামে হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ।
- মেঘনা নদীর উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়।
- যমুনা নদীর উৎপত্তিস্থল ব্ৰহ্মপুত্ৰ নামে কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ।
- কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়।
- করতোয়া নদীর উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চল।
- সাঙ্গু নদীর উৎপত্তিস্থল মিয়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পাহাড়।
- হালদা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ।
- মহানন্দা নদীর উৎপত্তিস্থল মহালড্রীম, দার্জিলিং।
তথ্যসূত্র - ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
দ্বৈত শাসন প্রবর্তন করেন কে?
Created: 4 weeks ago
A
ওয়ারেন হেস্টিংস
B
লর্ড বেন্টিংক
C
রবার্ট ক্লাইভ
D
লর্ড ডালহৌসি
দ্বৈত শাসন ছিল ব্রিটিশ ভারতের বাংলায় প্রবর্তিত এক বিশেষ প্রশাসনিক ব্যবস্থা, যা কোম্পানি ও নবাবের মধ্যে ক্ষমতা বিভাজনের কারণে প্রশাসনিক জটিলতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল।
-
রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করেন।
-
তিনি দেওয়ানি সনদের মাধ্যমে বাংলার সম্পদ লুণ্ঠনের একচেটিয়া ক্ষমতা লাভ করেন।
-
দিল্লি কর্তৃক কোম্পানিকে এই বিশেষ ক্ষমতা প্রদানের ফলে সৃষ্টি হয় দ্বৈত শাসন।
-
এর ফলে কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা, আর নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসক।
-
নবাবের দায়িত্ব শুধু ষোলআনা পর্যন্ত সীমাবদ্ধ থাকে।
-
বাংলায় এর ফলে এক অভূতপূর্ব প্রশাসনিক জটিলতা এবং সারাদেশে সীমাহীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
-
১৭৭২ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান।
0
Updated: 4 weeks ago
প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোন সালে?
Created: 3 weeks ago
A
২০০২ সাল
B
১৯৯৮ সাল
C
১৯৯৬ সাল
D
১৯৯২ সাল
প্রথম ধরিত্রী সম্মেলন হলো একটি আন্তর্জাতিক সম্মেলন, যা পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত বৈশ্বিক নীতি নির্ধারণের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। এটি জাতিসংঘের উদ্যোগে ৩–১৪ জুন ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয় এবং রিও সামিট, রিও-কনফারেন্স বা Earth Summit নামে পরিচিত।
• সম্মেলনে ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, মিডিয়া প্রতিনিধি এবং বেসরকারি সংস্থা (এনজিও) অংশগ্রহণ করে।
• সম্মেলনে জলবায়ু পরিবর্তন কনভেনশন (Climate Change Convention) বিষয়ক চুক্তি হয়, যা পরবর্তীতে কিয়েটো প্রোটোকল (Kyoto-Protocol) নামে পরিচিত হয়।
• দীর্ঘ আলোচনার মাধ্যমে ২৭টি নীতিমালা অনুমোদিত হয়, যা বিশ্ব পরিবেশ ও উন্নয়নের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্য নির্ধারণ করে।
• উল্লেখযোগ্য নীতিগুলোর মধ্যে একটি হলো ‘Polluter Pays Principle’, অর্থাৎ দূষণকারীকে দায়ভার বহন করতে হবে।
• পরবর্তীতে, বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন বা দ্বিতীয় ধরিত্রী সম্মেলন ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে অনুষ্ঠিত হয়।
0
Updated: 3 weeks ago
সার্ক কোন দেশসমূহের একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম?
Created: 1 month ago
A
দক্ষিণ-পূর্ব এশিয়ার
B
দক্ষিণ- পশ্চিম এশিয়ার
C
দক্ষিণ এশিয়ার
D
দক্ষিণ-উত্তর এশিয়ার
দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের উদ্দেশ্যে গঠিত একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংগঠন হলো South Asian Association for Regional Cooperation (SAARC)। এটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
-
সার্ক প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায়।
-
সদরদপ্তর অবস্থিত কাঠমান্ডু, নেপাল।
-
সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি দেশ।
-
সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
-
বর্তমান মহাসচিব হলেন গোলাম সারওয়ার।
-
সার্কের প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ৭টি দেশ।
-
বর্তমান সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান।
-
সর্বশেষ সদস্য আফগানিস্তান, যা ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।
0
Updated: 1 month ago