আমদানি ও সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর -
A
০%
B
৫%
C
১০%
D
১৫%
উত্তরের বিবরণ
মূল্য সংযোজন কর:
- মূল্য সংযোজন কর (মূসক) হচ্ছে কোন পণ্য বা সেবার ক্ষেত্রে তার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারের কর।
- বাংলাদেশে মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর।
- ১৯৯০ সনের মধ্য জুনের কিছু আগে মূল্য সংযোজন কর আইন ১৯৯০ (খসড়া) তৈরি করা হয়।
- মূল্য সংযোজন কর চালু হয় ১ জুলাই ১৯৯১ সালে।
- সকল পন্য ও সেবার উপর ১৫% মূল্য সংযোজন কর আরোপ হয়।
- আমদানি ও সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ১৫%।
- পন্য বা সেবার সর্বশেষ ভোক্তা মূল্য সংযোজন কর দাতা।
- রপ্তানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর ০%।
0
Updated: 1 month ago
Galileo concluded that heavier and lighter objects fall __________ if air resistance is negligible.
Created: 3 weeks ago
A
Faster
B
Slower
C
Equally
D
Randomly
গ্যালিলিও প্রমাণ করেছিলেন যে ভারী ও হালকা বস্তু সমানভাবে পড়ে, যদি বায়ুর প্রতিরোধ বা বাধা না থাকে। তার আগে অনেকেই বিশ্বাস করত যে ভারী বস্তু দ্রুত এবং হালকা বস্তু ধীরে পড়ে। গ্যালিলিওর পরীক্ষার মাধ্যমে দেখা যায় যে পতনের হার ভরের উপর নির্ভর করে না, বরং মাধ্যাকর্ষণ শক্তির কারণে সব বস্তু একই হারে নিচে নামে। এই ধারণা পরবর্তীতে নিউটনের সূত্র প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সঠিক উত্তর হলো গ) Equally।
গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
-
কোনো বস্তু উপর থেকে নিচে পড়ার সময় সরাসরি মাটির দিকে চলে।
-
বস্তুর খাড়াভাবে পতনের কারণ হলো অভিকর্ষ বা পৃথিবীর আকর্ষণ বল।
-
গ্যালিলিও 1589 সালে পিসা শহরে 180 ফুট উঁচু মিনারের ছাদ থেকে একই সময়ে একটি ভারী ও একটি হালকা বস্তুকে নিচে ফেলে দেখিয়েছিলেন যে, উভয়ই প্রায় একই সময়ে মাটিতে পড়ে।
-
অভিকর্ষজ ত্বরণ ভরের উপর নির্ভরশীল নয়, তাই ভারী ও হালকা বস্তুর ত্বরণ সমান হবে এবং তারা একই সময়ে মাটিতে পৌঁছাবে।
-
পড়ন্ত বস্তুর সূত্রগুলো স্থির অবস্থান থেকে বিনা বাধার পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য।
-
গ্যালিলিও পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তিনটি সূত্র দিয়েছেন:
-
প্রথম সূত্র: স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে।
-
দ্বিতীয় সূত্র: বাঁধাহীন পথে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় পর প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। অর্থাৎ, v ∝ t।
-
তৃতীয় সূত্র: বাঁধাহীন পথে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ, h ∝ t²।
-
0
Updated: 3 weeks ago
মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন?
Created: 1 month ago
A
জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী
B
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
C
মেজর জিয়াউর রহমান
D
গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সমাপ্তি নির্দেশ করে।
-
পাকিস্তান ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী ৯৩ হাজার সৈন্য ও অস্ত্র-শস্ত্রসহ আত্মসমর্পণ করেন ভারতীয় ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল জগজিৎ সিং আরোরার নিকট।
-
নিয়াজী পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন।
-
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার।
উল্লেখযোগ্য তথ্য:
-
আতাউল গণি ওসমানী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন।
-
মেজর জিয়াউর রহমান জেড ফোর্সের প্রধান ছিলেন।
উৎস:
0
Updated: 1 month ago
What is the Political maritime boundary of Bangladesh from the coast?
Created: 3 weeks ago
A
12 nautical miles
B
22 nautical miles
C
200 nautical miles
D
370 nautical miles
বাংলাদেশের সমুদ্রসীমা তার উপকূলীয় এলাকার দৈর্ঘ্য, রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ।
-
বঙ্গোপসাগরের উপকূলরেখা দৈর্ঘ্য প্রায় ৭১৬ কিলোমিটার।
-
বঙ্গোপসাগরে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা প্রায় ১২ নটিক্যাল মাইল (২২.২২ কিলোমিটার)।
-
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা প্রায় ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪০ কিলোমিটার)।
-
নটিক্যাল মাইলের মান ১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার।
0
Updated: 3 weeks ago