২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন -
A
আবুল মনসুর আহমদ
B
মাওলানা আতাহার আলী
C
আবুল কালাম শামসুদ্দিন
D
আবুল কাশেম
উত্তরের বিবরণ
যুক্তফ্রন্ট:
- ১৯৫৩ সালে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিলো 'নৌকা'।
- ২১ ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখার জন্য যুক্তফ্রন্টের ইশতেহার করা হয় ২১ দফা।
- ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।
- যুক্তফ্রন্ট তাদের ঐতিহাসিক ২১ দফা দাবিতে গণমানুষের অধিকারের কথা তুলে ধরে।
- এই দফাগুলো সংক্ষেপে বর্ণিত হলো:
১. বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা।
২. বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ করা এবং ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্বৃত্ত জমি বিতরণ।
৩. পাটের ব্যবসায় জাতীয়করণ করা।
৪. সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন করা।
৫. পূর্ব পাকিস্তানে লবণ শিল্প প্রতিষ্ঠা করা।
৬. কারিগর মুহাজিরদের কাজের ব্যবস্থা করা।
৭. বন্যা ও দুর্ভিক্ষ রোধের জন্য খাল খনন ও সেচের ব্যবস্থা করা।
৮. শিল্প ও খাদ্যে দেশকে স্বাবলম্বী করা।
৯. অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রবর্তন করা।
১০. শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা।
১১. ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করা।
১২. শাসন ব্যয় হ্রাস করা ও মন্ত্রীদের বেতন এক হাজার টাকার বেশি না করা।
১৩. দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
১৪. জন নিরাপত্তা আইন ও অর্ডিন্যান্স প্রভৃতি বাতিল করা।
১৫. বিচার ও শাসন বিভাগ পৃথকীকরণ করা।
১৬. মুখ্যমন্ত্রীর বাসভবন 'বর্ধমান হাউস'কে বাংলা ভাষা গবেষণাগারে পরিণত করা।
১৭. বাংলা ভাষা করার দাবিতে নিহত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনার নির্মাণ করা।
১৮. একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা করে সরকারি ছুটির দিন ঘোষণা।
১৯. লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান।
২০. আইন পরিষদের মেয়াদ কোনোভাবেই বৃদ্ধি না করা।
২১. আইন পরিষদের আসন শূন্য হলে তিন মাসের মধ্যে উপনির্বাচন দিয়ে তা পূরণ করা।
তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ‘বিকল্প সরকার’কে?
Created: 1 month ago
A
বিরােধী দল
B
সুশীল সমাজ
C
মন্ত্রী পরিষদ
D
সচেতন নাগরিক
বিকল্প সরকার হলো প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে বিরোধী দল, যা সরকারের কার্যক্রমের প্রতি নজর রাখে এবং প্রয়োজনে সরকারের উপর চাপ সৃষ্টি করে।
-
উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দলও সরকারি দলের ন্যায় ছায়া মন্ত্রিসভা গঠন করে।
-
এর উদ্দেশ্য হলো সরকারকে স্বৈরাচারি বা দুর্নীতিপরায়ণ হওয়া থেকে রক্ষা করা।
-
বর্তমান সময়ে গণতন্ত্রকে দলীয় শাসন হিসেবেও দেখা হয়।
অন্যদিকে, সুশীল সমাজ ও সচেতন নাগরিকরাও সরকারের কার্যক্রমে চাপ সৃষ্টির অংশ হিসেবে ভূমিকা পালন করে।
উৎস:
0
Updated: 1 month ago
একনেক (ECNEC)-এর প্রধান কে?
Created: 1 month ago
A
প্রধানমন্ত্রী
B
বাণিজ্যমন্ত্রী
C
অর্থমন্ত্রী
D
রাষ্ট্রপতি
একনেক (ECNEC) হলো বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ, যা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি হিসেবে কাজ করে।
-
ECNEC-এর পূর্ণরূপ হলো Executive Committee of the National Economic Council।
-
একনেক ১৯৮২ সালে গঠিত হয়।
-
এর চেয়ারম্যান বা প্রধান হলেন প্রধানমন্ত্রী।
-
বিকল্প সভাপতি হলেন অর্থমন্ত্রী।
-
সদস্য হলেন পরিকল্পনা মন্ত্রী।
উৎস:
0
Updated: 1 month ago
Trafalgar Square- কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ফ্রান্সে
B
ইংল্যান্ডে
C
চীনে
D
দক্ষিণ কোরিয়া
ট্রাফালগার স্কয়ার হলো ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত একটি বিখ্যাত চত্ত্বর, যা সাধারণ জনগণের মিলনস্থল হিসেবে পরিচিত। এটি ১৮০৫ সালে ইংল্যান্ডের ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনীর সঙ্গে যুদ্ধে জয় উদযাপন করার উদ্দেশ্যে স্থাপিত।
অন্য কিছু উল্লেখযোগ্য স্কয়ার ও তাদের অবস্থান:
-
রেড স্কয়ার: মস্কো, রাশিয়া
-
ট্রাফালগার স্কয়ার: লন্ডন, যুক্তরাজ্য
-
টাইমস স্কয়ার: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
প্লাজা দে মায়ো: বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
-
সেন্ট পিটার্স স্কয়ার: ভ্যাটিকান সিটি
-
তিয়ানআনমেন স্কয়ার: বেইজিং, চীন
উৎস:
0
Updated: 1 month ago