ডিজিট্যাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
A
এলইডি
B
সিলিকন চিপ
C
এলসিডি
D
আইসি
উত্তরের বিবরণ
আধুনিক ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলোর ভিত্তি হলো সূক্ষ্ম সিলিকন চিপ। এই সিলিকন চিপ আসলে একটি অতি পাতলা বিস্কুট সদৃশ ক্রিস্টালের স্লাইস, যা প্রায় ১০ হাজারেরও বেশি ইলেকট্রনিক উপাদান ধারণ করতে সক্ষম।
আজকের দিনে কম্পিউটার, টেলিফোন, গাড়ি, টোস্টার বা রুটি সেঁকার যন্ত্র, এবং ঘরোয়া নানা ইলেকট্রনিক ডিভাইসে ব্যাপকভাবে সমন্বিত বর্তনীর ব্যবহার দেখা যায়।
সিলিকন চিপের উপর রেজিস্টর, ক্যাপাসিটার, ট্রানজিস্টর ইত্যাদি বসিয়ে তৈরি করা হয় ইন্টিগ্রেটেড সার্কিট (IC)। তবে এই আইসি শুধুমাত্র ডিসপ্লে নিয়ন্ত্রণেই ব্যবহৃত হয় না, বরং এটি বিভিন্ন ধরনের কার্যসম্পাদনেও ব্যবহৃত হয়।
যেমন, ক্যালকুলেটরের ডিসপ্লেতে সরাসরি সিলিকন চিপ থাকে না। সেখানে আমরা যে ডিজিট দেখি, তা মূলত LCD ডিসপ্লের মাধ্যমে প্রদর্শিত হয়। আর এই LCD ডিসপ্লেতে যা দেখা যায়, তা আসে অনেকগুলো ইলেকট্রনিক উপাদানের সম্মিলিত কার্যক্রমের ফল হিসেবে।

0
Updated: 3 months ago