জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা কয়টি?
A
১০ টি
B
১৫ টি
C
২০ টি
D
২৫ টি
উত্তরের বিবরণ
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (আগস্ট, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (আগস্ট, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।
তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
0
Updated: 1 month ago
বিশ্বের সবচেয়ে বড় বইমেলা কোন শহরে অনুষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
লন্ডন
B
ফ্রাঙ্কফুর্ট
C
ঢাকা
D
কোলকাতা
ফ্রাঙ্কফুর্ট বইমেলা বিশ্বের অন্যতম বৃহত্তম ও প্রসিদ্ধ আন্তর্জাতিক বইমেলা, যা জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠা: মূলত ১৪৬২ খ্রিস্টাব্দে, তবে আধুনিক মেলা শুরু হয় ১৯৪৯ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর।
-
আয়োজনকাল: প্রতি বছর অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়।
-
মেয়াদ: সাধারণত মেলার সময়সীমা পাঁচ দিন।
-
বিশ্বখ্যাতি: এটি বিশ্বের সর্ববৃহৎ বইমেলা এবং আন্তর্জাতিক প্রকাশক ও লেখকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
0
Updated: 1 month ago
Which of the following is not a brigade force formed during the Liberation War?
Created: 1 month ago
A
Z Force
B
K Force
C
H Force
D
S Force
মুক্তিযুদ্ধের সময় ৩টি ব্রিগেড ফোর্স গঠিত হয়েছিল:
-
জেড ফোর্স
-
কে ফোর্স
-
এস ফোর্স
জেড ফোর্স
-
নেতৃত্বে: জিয়াউর রহমান
-
‘জেড ফোর্স’ নামে পরিচিত নিয়মিত বাহিনীর প্রথম ব্রিগেড জুলাই মাসে গঠিত হয়।
-
গঠিত হয় ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে।
এস ফোর্স
-
নেতৃত্বে: কে.এম. সফিউল্লাহ
-
‘এস ফোর্স’ নামে পরিচিত দ্বিতীয় নিয়মিত ব্রিগেড অক্টোবর মাসে গঠিত হয়।
-
গঠিত হয় দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে।
কে ফোর্স
-
নেতৃত্বে: খালেদ মোশাররফ
-
‘কে ফোর্স’ গঠিত হয় ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের নিয়ে।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
নিচের কোন অঞ্চলটি হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল?
Created: 1 month ago
A
কুমিল্লা
B
নোয়াখালী
C
ঢাকা
D
সিলেট
হরিকেল:
- হরিকেল জনপদের কথা প্রথম জানা যায় প্রথম শতকের চট্টগ্রামে প্রাপ্ত লিপিতে।
- চন্দ্রবংশীয় লিপিতেও হরিকেল রাজ্যের কথা আছে।
- হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত দুটি প্রাচীন গ্রন্থের পাণ্ডুলিপিতে হরিকোল (হরিকেল) ও বর্তমান সিলেট বিভাগ অভিন্ন উলিণ্ঢখিত হয়েছে।
- বাংলাদেশের প্রাচীন জনপদগুলোর সংক্ষিপ্ত আলোচনা শেষে এ কথা বলা যায় যে, জনপদগুলোর নির্দিষ্ট সীমারেখা নির্ণয় করা বা যুগে যুগে তাদের সীমার বিস্তার ও সংকোচনের সঠিক তথ্য সংগ্রহ করা দুরূহ কাজ।
- হরিকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ।
0
Updated: 1 month ago