'অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা?
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
অস্ট্রেলিয়া
D
কানাডা
উত্তরের বিবরণ
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- অ্যামনেস্টির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
- প্রতিষ্ঠা করেন ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসন।
- অ্যামনেস্টির প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন জুবাইদা খান (২০০১-২০০৯)।
- সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
তথ্যসূত্র - অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
0
Updated: 1 month ago
স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় -
Created: 1 month ago
A
২ মার্চ, ১৯৭১
B
৩ মার্চ, ১৯৭১
C
৭ মার্চ, ১৯৭১
D
১১ মার্চ, ১৯৭১
প্রথম পতাকা উত্তোলন
-
২ মার্চ ১৯৭১, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনতার সমাবেশে আ.স.ম আব্দুর রব, তৎকালীন ঢাকসুর ভিপি, স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন।
-
পতাকা গৃহীত হয় ৬ মার্চ ১৯৭১।
-
বাংলাদেশের বাইরে প্রথম পতাকা উত্তোলন হয় কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারে।
জাতীয় পতাকার নকশা ও সংবিধান:
-
সংবিধানের ৪ নং অনুচ্ছেদে জাতীয় পতাকার উল্লেখ আছে।
-
মানচিত্রসহ প্রথম নকশাকার: শিব নারায়ণ দাস (৬ জুন ১৯৭০)।
-
জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত: ১০:৬ (৫:৩)।
-
বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছেন কামরুল হাসান।
0
Updated: 1 month ago
'হাইফা' সমুদ্র বন্দর কোন দেশে অবস্থিত?
Created: 1 month ago
A
জর্ডান
B
লিবিয়া
C
ইসরায়েল
D
মিশর
হাইফা সমুদ্র বন্দর:
- হাইফা সমুদ্র বন্দর উত্তর-পশ্চিম ইসরায়েলে অবস্থিত।
- এটি ইসরায়েলের অন্যতম প্রধান গভীর-সমুদ্র বন্দর।
- বন্দরটি ১৯৩৩ সালে উদ্বোধন করা হয়।
- প্রতি বছর প্রায় ২০ মিলিয়ন টন পণ্যবাহী জাহাজ বন্দর দিয়ে যাতায়াত করে, যা ইসরায়েলের অন্য যেকোনো বন্দরের চেয়ে বেশি।
ইসরায়েল:
- ইসরায়েল মধ্যপ্রাচ্যে, ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত।
- আয়তন: এর স্বীকৃত ভূমির আয়তন অর্থাৎ পশ্চিম তীর ও গাজা উপত্যকা বাদ দিয়ে, প্রায় ২২,০৭২ বর্গকিলোমিটার (৮,৫২২ বর্গমাইল)।
- সীমান্তবর্তী দেশ: মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন।
- ভাষা: হিব্রু।
- ধর্ম: ইহুদি।
- মুদ্রা: নতুন ইসরায়েলি শেকেল (NIS)।
0
Updated: 1 month ago
What is the current number of member states of the European Union?
Created: 2 weeks ago
A
27
B
29
C
32
D
34
ইউরোপীয় ইউনিয়ন (EU) বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক ও রাজনৈতিক জোট হিসেবে পরিচিত, যা ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশকে একত্রিত করে অর্থনৈতিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে। এর প্রতিষ্ঠা, কাঠামো ও সদস্য দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো—
-
পূর্ণ নাম: European Union (EU)।
-
প্রতিষ্ঠা: ১৯৯৩ সালের নভেম্বরে মাস্ট্রিচ চুক্তি (Maastricht Treaty) স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
-
বর্তমান সদস্য সংখ্যা: ২৭টি দেশ।
-
সর্বশেষ যোগদানকারী দেশ: ক্রোয়েশিয়া (সেপ্টেম্বর, ২০২৫)।
-
সর্বশেষ ত্যাগকারী দেশ: ব্রিটেন, যেটি ৩১ জানুয়ারি, ২০২০ তারিখে EU থেকে বেরিয়ে যায় (ব্রেক্সিট)।
-
সদর দপ্তর: বেলজিয়ামের ব্রাসেলস।
-
EU-এর কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর: জার্মানির ফ্রাংকফুর্ট শহরে অবস্থিত।
-
প্রতিষ্ঠার পর থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে।
0
Updated: 2 weeks ago