'Soft Loan Window' নামে পরিচিত কোনটি?
A
MIGA
B
IBRD
C
IMF
D
IDA
উত্তরের বিবরণ
IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (আগস্ট, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।
তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 1 month ago
একনেক (ECNEC)-এর প্রধান কে?
Created: 1 month ago
A
প্রধানমন্ত্রী
B
বাণিজ্যমন্ত্রী
C
অর্থমন্ত্রী
D
রাষ্ট্রপতি
একনেক (ECNEC) হলো বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ, যা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি হিসেবে কাজ করে।
-
ECNEC-এর পূর্ণরূপ হলো Executive Committee of the National Economic Council।
-
একনেক ১৯৮২ সালে গঠিত হয়।
-
এর চেয়ারম্যান বা প্রধান হলেন প্রধানমন্ত্রী।
-
বিকল্প সভাপতি হলেন অর্থমন্ত্রী।
-
সদস্য হলেন পরিকল্পনা মন্ত্রী।
উৎস:
0
Updated: 1 month ago
According to the final report of the Population and Housing Census 2022, what is the population growth rate?
Created: 1 month ago
A
1.12%
B
1.17%
C
1.21%
D
1.32%
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.১২%, এবং জনসংখ্যার ঘনত্ব প্রায় ১১১৯ জন প্রতি বর্গকিমি। ৭ বছর বা তদূর্ধ্বের জনগণের মধ্যে সাক্ষরতার হার মোট ৭৪.৮০%, যার মধ্যে পুরুষের সাক্ষরতার হার ৭৬.৭১% এবং মহিলার সাক্ষরতার হার ৭২.৯৪%।
-
বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%) এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
-
জেলা ভিত্তিক, সর্বোচ্চ সাক্ষরতার হার পিরোজপুরে (৮৫.৫৩%) এবং সর্বনিম্ন জামালপুরে (৬১.৭০%)।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি?
Created: 1 month ago
A
লিবিয়া
B
মিশর
C
সুদান
D
আলজেরিয়া
আলজেরিয়া আফ্রিকার বৃহত্তম দেশ এবং বিশ্বের দশম বৃহত্তম দেশ।
-
আয়তন: ২,৩৮১,৭৪১ বর্গকিমি
-
রাজধানী: আলজিয়ার্স
-
ভাষা: আরবি (অফিসিয়াল), তামাজিট (জাতীয়), ফরাসি
-
ধর্ম: ইসলাম (সরকারি; প্রধানত সুন্নি)
-
মুদ্রা: আলজেরিয়ান দিনার
0
Updated: 1 month ago