'Soft Loan Window' নামে পরিচিত কোনটি?
A
MIGA
B
IBRD
C
IMF
D
IDA
উত্তরের বিবরণ
IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (আগস্ট, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।
তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 1 month ago
পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন কে?
Created: 1 month ago
A
ইয়াহিয়া খান
B
ইস্কান্দার মির্জা
C
আইয়ুব খান
D
পারভেজ মুশাররফ
পাকিস্তানে প্রথম সামরিক শাসন ১৯৫৮ সালে জারি হয়, যা দেশের শাসন ব্যবস্থায় স্বৈরতান্ত্রিক ও আমলাতান্ত্রিক প্রবণতার পরিচয় দেয়।
-
ইস্কান্দার মির্জা পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন।
-
১৯৫৬ সালের ২৩ মার্চ তিনি পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট মনোনীত হন।
-
১৯৫৮ সালের ৭ অক্টোবর তিনি সংসদীয় সরকার উৎখাত করে দেশে প্রথম সামরিক শাসন চালু করেন।
-
সেনাপ্রধান আইয়ুব খানকে প্রধান সামরিক শাসক নিযুক্ত করা হয়; সংবিধান বাতিল, আইন পরিষদ ও মন্ত্রীসভা ভেঙে দেয়া হয়।
-
মেজর জেনারেল ওমরাও খান পূর্ব বাংলার সামরিক প্রশাসক হিসেবে নিযুক্ত হন।
-
প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার গণতন্ত্রবিরোধী কার্যক্রমে প্রধান সহযোগী ছিলেন আইয়ুব খান।
-
২৭ অক্টোবর, মাত্র ২১ দিনের মাথায়, আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে পদচ্যুত করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।
0
Updated: 1 month ago
'ইয়াং বেঙ্গল মুভমেন্ট'-এর প্রবক্তা কে ছিলেন?
Created: 4 weeks ago
A
উইলিয়াম কেরি
B
ক্ষুদিরাম বসু
C
হেনরি লুইস ডিরোজিও
D
প্যারিচাঁদ মিত্র
ডিরোজিও ও ইয়াং বেঙ্গল মুভমেন্ট উনিশ শতকের প্রথমার্ধে বঙ্গের শিক্ষাজীবন ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। রাজা রামমোহন রায়ের চিন্তাধারাকে বাঁচিয়ে রেখে হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুইস ডিরোজিও তার ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা ও মত প্রকাশের শিক্ষা দান করেন।
-
উনিশ শতকের প্রথমার্ধে রাজা রামমোহন রায়ের আন্দোলনের ধারা দৃঢ়ভাবে বাঁচিয়ে রেখেছিল হিন্দু কলেজের প্রতিভাবান ছাত্রবৃন্দ, যারা ইয়াং বেঙ্গল আন্দোলনের নেতৃত্ব নেন।
-
হেনরি লুইস ডিরোজিও ছিলেন আন্দোলনের মূল নেতা এবং তিনি তাঁর ছাত্রদের স্বাধীন মত প্রকাশের শিক্ষা দিতেন।
-
ডিরোজিও ১৮০৯ খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন।
-
তিনি তাঁর স্কুল শিক্ষক ডেভিড ড্রামন্ডের প্রগতিবাদী, সংস্কারমুক্ত ও অসাম্প্রদায়িক মানবতাবাদী চিন্তাধারা দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন।
-
বাংলার ‘রেনেসাঁস’ যুগের এই প্রতিভাবান তরুণ মাত্র তেইশ বছর বয়সে ১৮৩১ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
-
মৃত্যুর পরও ডিরোজিওর হাতেখড়ি প্রাপ্ত ছাত্ররা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, notable মধ্যে ছিলেন রামতনু লাহিড়ী, রাধানাথ সিকদার, প্যারিচাঁদ মিত্র, কৃষ্ণমোহন ব্যনার্জি প্রমুখ।
0
Updated: 4 weeks ago
বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি?
Created: 1 month ago
A
হরিকেল
B
গৌড়
C
পুণ্ড্র
D
সমতট
প্রাচীন যুগে বাংলা কোনো একক বা অখণ্ড রাষ্ট্র ছিল না; তখন সমগ্র অঞ্চলটি বিভিন্ন ছোট ছোট অংশে বিভক্ত ছিল, যেগুলোকে জনপদ বলা হতো।
-
প্রাচীন বাংলার প্রধান জনপদগুলো হলো: বঙ্গ, বরেন্দ্র, সমতট, হরিকেল, রাঢ়, চন্দ্রদ্বীপ, তাম্রলিপ্ত, গঙ্গারিডাই, গৌড় প্রভৃতি।
-
এগুলোর মধ্যে পুন্ডুই ছিল প্রাচীন সভ্যতার দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ জনপদ।
-
বাংলাদেশে প্রাপ্ত জনপদগুলোর মধ্যে পুণ্ড্র প্রাচীনতম।
-
এই জনপদটি গঠিত হয়েছিল বগুড়া, দিনাজপুর, রাজশাহী প্রভৃতি অঞ্চলে, এবং এর রাজধানী ছিল পুন্ড্রনগর।
উল্লেখযোগ্য তথ্য:
-
হরিকেল জনপদ বিস্তৃত ছিল সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে।
-
সমতট জনপদ অন্তর্ভুক্ত ছিল কুমিল্লা ও নোয়াখালী অংশ।
-
গৌড় বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাই নবাবগঞ্জ জেলার একটি ঐতিহাসিক স্থান।
উৎস:
0
Updated: 1 month ago