সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার কত দিনের মধ্যে সংসদের অধিবেশন আহবান করা হয়?
A
৩০ দিন
B
৪৫ দিন
C
৬০ দিন
D
৯০ দিন
উত্তরের বিবরণ
জাতীয় সংসদ:
- জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এক কক্ষবিশিষ্ট আইনসভা।
- দেশের সংবিধানের বিধানাবলি সাপেক্ষে আইন প্রণয়ন ক্ষমতা এ সংসদের ওপর ন্যস্ত।
- প্রতি নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ সদস্য সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হয়।
- সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে (২০১১) মহিলা আসন সংখ্যা ৫০ করা হয়।
- বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি।
- জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর।
- সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহবান করা হয়।
- জাতীয় সংসদের কার্য পরিচালনার জন্য কোরাম থাকতে হয়।
- অধিবেশনে কোরামের জন্য ন্যূনতম ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন।
- বাংলাদেশের সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদে কোরাম সম্পর্কে বলা হয়েছে।
- সংবিধান অনুযায়ী কমপক্ষে ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কাজ চলবে অর্থাৎ ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কোরাম হবে।
- ৬০ জনের কম সদস্য উপস্থিত থাকলে স্পিকার সংসদের অধিবেশন স্থগিত রাখেন।
0
Updated: 1 month ago
সোনালী প্যাগোডার দেশ নামে পরিচিত-
Created: 1 month ago
A
শ্রীলঙ্কা
B
মিয়ানমার
C
থাইল্যান্ড
D
হংকং
মিয়ানমারে অসংখ্য সোনালী রঙের প্যাগোডা ও স্তূপ রয়েছে, যা দেশের ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত। তাই মিয়ানমারকে সোনালী প্যাগোডার দেশ বলা হয়।
বিভিন্ন দেশের ভৌগলিক উপনামগুলো:
-
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
-
লিলি ফুলের দেশ: কানাডা
-
ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া
-
সিল্ক রুটের দেশ: ইরান
-
মার্বেলের দেশ: ইতালি
-
পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান
-
তামার দেশ: জাম্বিয়া
-
পিরামিডের দেশ: মিশর
-
প্রাচীরের দেশ: চীন
-
ভূমিকম্পের দেশ: জাপান
উৎস:
0
Updated: 1 month ago
বরেন্দ্রভূমি দেশের কোন অঞ্চলে বিস্তৃত?
Created: 1 month ago
A
পশ্চিম-পূর্বাঞ্চলে
B
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে
C
উত্তর-পূর্বাঞ্চলে
D
উত্তর-পশ্চিমাঞ্চলে
বরেন্দ্রভূমি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বিস্তৃত একটি অঞ্চলের নাম, যা প্লাবন সমভূমির তুলনায় কিছুটা উঁচু।
-
বরেন্দ্রভূমির উচ্চতা প্লাবন সমভূমির তুলনায় ৬ থেকে ১২ মিটার।
-
এ অঞ্চলের মাটি প্রধানত ধূসর ও লাল বর্ণের।
মধুপুর ও ভাওয়ালের গড়:
-
মধুপুর অবস্থিত টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়, এবং ভাওয়ালের গড় গাজীপুর জেলায়।
-
এর আয়তন প্রায় ৪,১০৩ বর্গকিলোমিটার।
-
সমভূমি থেকে এর উচ্চতা প্রায় ৩০ মিটার।
-
মাটির রং লালচে ও ধূসর।
উৎস:
0
Updated: 1 month ago
‘নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংযুক্ত রয়েছে?
Created: 1 month ago
A
বৌদ্ধধর্ম
B
খ্রিষ্টধর্ম
C
ইহুদীধর্ম
D
জৈন ধর্ম
নির্বাণ লাভ হলো বৌদ্ধধর্মের প্রধান লক্ষ্য, যা জীবনের দুঃখ থেকে চিরমুক্তি এবং পরম শান্তি অর্জনের প্রক্রিয়া নির্দেশ করে।
-
গৌতম বুদ্ধের প্রচারিত ধর্মের মূল লক্ষ্য হলো নির্বাণ লাভ।
-
নির্বাণের অর্থ হলো সম্পূর্ণরূপে নির্বাপিত হওয়া।
-
বৌদ্ধধর্মের মূল উদ্দেশ্য হলো ভবচক্র বা জন্ম-মৃত্যুর ক্রমাবর্তন থেকে দুঃখমুক্তি লাভ করা।
-
নির্বাণ হলো শান্ত ও সুখকর, এবং এর স্বভাব হলো দুঃখের উপশম।
-
কামনার বশবর্তী জীবগণ ভব থেকে ভবান্তরে জন্ম নিয়ে অশেষ দুঃখভোগ করে।
-
তৃষ্ণা থেকে মুক্তি পেলে দুঃখের নিরোধ ঘটে।
-
যিনি এই ভবচক্র থেকে মুক্ত, তিনি নির্বাণগামী হতে পারেন।
-
অতএব, তৃষ্ণাক্ষয়ের মাধ্যমে জন্ম-মৃত্যুর দুঃখময় ভবচক্রের পূর্ণ নিরোধই নির্বাণ।
উৎস:
0
Updated: 1 month ago