A
৭৫.৩২%
B
৭৬.৭১%
C
৭৭.১২%
D
৭৮.৪৯%
উত্তরের বিবরণ
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।
তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

0
Updated: 22 hours ago
দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ কোথায় অবস্থিত?
Created: 2 days ago
A
নীলফামারী
B
সৈয়দপুর
C
রংপুর
D
গাইবান্ধা
সরকারি EPZ (Export Processing Zone)
-
বাংলাদেশে সরকারি EPZ-এর সংখ্যা ৮টি।
-
অবস্থানগুলো:
-
চট্টগ্রাম
-
সাভার
-
মংলা (খুলনা)
-
উত্তরা (নীলফামারী)
-
ঈশ্বরদী (পাবনা)
-
কুমিল্লা
-
কর্ণফুলী (চট্টগ্রাম)
-
আদমজী (নারায়ণগঞ্জ)
-
-
সরকারি EPZ প্রতিষ্ঠা করা হয় ১৯৮৩ সালে, যা ১৯৮০ সালে বাংলাদেশ সরকারের সংসদে পাশ হওয়া আইন অনুযায়ী পরিচালিত।
-
বাংলাদেশের EPZ-এর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সম্পাদন করে BEPZA।
-
দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ হলো উত্তরা, নীলফামারী।
উৎস: BEPZA ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া

0
Updated: 2 days ago
বাংলাদেশে কী ধরনের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান?
Created: 2 days ago
A
একদলীয় ব্যবস্থা
B
দ্বি-দলীয় ব্যবস্থা
C
একনায়কতন্ত্র
D
বহু-দলীয় ব্যবস্থা
একদলীয় ব্যবস্থা
-
রাষ্ট্রে যখন কেবলমাত্র একটি রাজনৈতিক দল থাকে, তখন সেটিকে একদলীয় ব্যবস্থা বলা হয়।
-
একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থায় সাধারণত একটিমাত্র দল বিদ্যমান থাকে।
-
এই ব্যবস্থায় বিরোধী দলের কোনো অস্তিত্ব স্বীকৃত হয় না।
দ্বি-দলীয় ব্যবস্থা
-
যখন রাষ্ট্রে মাত্র দুটি রাজনৈতিক দল থাকে, তখন তাকে দ্বি-দলীয় ব্যবস্থা বলা হয়।
-
এ ব্যবস্থায় একটি দল সরকার গঠন করে এবং অপর দল বিরোধী দলের দায়িত্ব পালন করে।
-
প্রকৃত অর্থে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দ্বি-দলীয় ব্যবস্থাই চালু রয়েছে।
বহু-দলীয় ব্যবস্থা
-
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন দুইয়ের অধিক রাজনৈতিক দল ক্ষমতা অর্জনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে কার্যকর ভূমিকা পালন করে, তখন তাকে বহু-দলীয় ব্যবস্থা বলা হয়।
-
ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ অনেক দেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান।
উৎস: পৌরনীতি ও সুশাসন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 days ago
জনশুমারি
ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত
রিপোর্ট অনুযায়ী, ভাসমান জনসংখ্যার দিক দিয়ে সর্বনিম্ন
অবস্থানে আছে কোন বিভাগ?
Created: 54 minutes ago
A
রংপুর
B
সিলেট
C
ময়মনসিংহ
D
খুলনা
জনশুমারি ও গৃহগণনা ২০২২
-
মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
-
সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা: ঢাকা (১০,০৬৭ জন প্রতি বর্গ কিমি)।
-
সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা: রাঙ্গামাটি (১০৬ জন প্রতি বর্গ কিমি)।
-
সবচেয়ে বেশি মানুষ বাস করে: ঢাকা বিভাগে (৪,৫৬,৪৪,৫৮৬ জন)।
-
সবচেয়ে কম মানুষ বাস করে: বরিশাল বিভাগে (৯৩,২৫,৮২০ জন)।
-
জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি: ঢাকা বিভাগে (২,১৫৬ জন প্রতি বর্গ কিমি)।
-
জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম: বরিশাল বিভাগে (৬৮৮ জন প্রতি বর্গ কিমি)।
-
সবচেয়ে বেশি জনসংখ্যা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (৫৯,৯০,৭২৩ জন)।
-
সবচেয়ে কম জনসংখ্যা: বরিশাল সিটি কর্পোরেশন (৭,০৮,৫৭০ জন)।
-
জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (৩৯,৪০৬ জন প্রতি বর্গ কিমি)।
-
জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম: রংপুর সিটি কর্পোরেশন (৩,৪৪৫ জন প্রতি বর্গ কিমি)।
-
ভাসমান জনসংখ্যা সবচেয়ে বেশি: ঢাকা বিভাগে।
-
ভাসমান জনসংখ্যা সবচেয়ে কম: ময়মনসিংহ বিভাগে।

0
Updated: 54 minutes ago