সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে?
A
অনুচ্ছেদ ৯২
B
অনুচ্ছেদ ৯৩
C
অনুচ্ছেদ ৯৪
D
অনুচ্ছেদ ৯৫
উত্তরের বিবরণ
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৯০ - নির্দিষ্টকরণ আইন।
- অনুচ্ছেদ ৯১ - সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী।
- অনুচ্ছেদ ৯২ - হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট।
- অনুচ্ছেদ ৯৩ - অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা।
- অনুচ্ছেদ ৯৪ - সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ৯৫ - বিচারক-নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৬ - বিচারকদের পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৯৭ - অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৮ - সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ।
- অনুচ্ছেদ ৯৯ - অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা।
- অনুচ্ছেদ ১০০ - সুপ্রীম কোর্টের আসন।
0
Updated: 1 month ago
ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন -
Created: 4 weeks ago
A
মজনু শাহ
B
সৈয়দ আহমদ
C
দুদু মিয়া
D
তিতুমীর
ফরায়েজি আন্দোলন ছিল উনিশ শতকের প্রথমার্ধে ভারতীয় মুসলিম সমাজে উদ্ভূত একটি ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলন। এটি মূলত ইসলামের মৌলিক নীতিমালা অনুসরণের মাধ্যমে ধর্মীয় জীবন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত হয়।
-
ফরায়েজি আন্দোলনের সূত্রপাত করেন হাজী শরীয়তুল্লাহ, যিনি ১৭৮২ খ্রিস্টাব্দে বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন।
-
ফরায়েজি শব্দটি এসেছে আরবি ‘ফরজ’ (অবশ্য কর্তব্য) থেকে; যারা ফরজ পালন করে, তারাই ফরায়েজি।
-
হাজী শরীয়তুল্লাহ পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি ফরজ মৌলনীতিতে বিশেষ গুরুত্ব আরোপ করেন।
-
তিনি ভারতবর্ষকে ‘দারুল হারব’, অর্থাৎ বিধর্মীর রাজ্য, বলে ঘোষণা করেন।
-
জমিদার শ্রেণি ফরায়েজি প্রজাদের উপর নানা অত্যাচার চালালে, হাজী শরীয়তুল্লাহ প্রজাদের রক্ষার জন্য লাঠিয়াল বাহিনী গঠন করেন।
-
১৮৩৯ খ্রিস্টাব্দে তার উপর পুলিশি নিষেধাজ্ঞা জারি করা হয়।
-
১৮৪০ খ্রিস্টাব্দে হাজী শরীয়তুল্লাহ মৃত্যুবরণ করেন।
-
তাঁর মৃত্যুর পর ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন মুহম্মদ মুহসিন উদ্দীন আহমদ বা দুদু মিয়া, যিনি ১৮১৯ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
-
দুদু মিয়া ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপ দেন।
-
১৮৬২ খ্রিস্টাব্দে দুদু মিয়া মৃত্যুবরণ করলে যোগ্য নেতৃত্বের অভাবে ফরায়েজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে।
0
Updated: 4 weeks ago
কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোনটি?
Created: 1 month ago
A
মিজোরামের লুসাই পাহাড়
B
কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ
C
সিকিমের পার্বত্য অঞ্চল
D
খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ
বিভিন্ন নদীর উৎপত্তিস্থল:
- পদ্মা নদীর উৎপত্তিস্থল গঙ্গা নামে হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ।
- মেঘনা নদীর উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়।
- যমুনা নদীর উৎপত্তিস্থল ব্ৰহ্মপুত্ৰ নামে কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ।
- কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়।
- করতোয়া নদীর উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চল।
- সাঙ্গু নদীর উৎপত্তিস্থল মিয়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পাহাড়।
- হালদা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ।
- মহানন্দা নদীর উৎপত্তিস্থল মহালড্রীম, দার্জিলিং।
তথ্যসূত্র - ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি কোথায় বৈঠকের জন্য মিলিত হয়েছে? (আগস্ট-২০২৫)
Created: 1 month ago
A
মস্কোয়
B
আলাস্কায়
C
নিউইয়র্ক
D
ক্রিমিয়ায়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাম্প্রতিক সময়ে আলাস্কায় বৈঠকের জন্য মিলিত হয়েছেন। এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে একটি সামরিক ঘাঁটিতে, যা তাদের মধ্যে সরাসরি আলোচনার একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
-
বৈঠকের স্থান: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজের উত্তর প্রান্তে অবস্থিত জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন
-
বৈঠকের সময়: স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টা (১৫ আগস্ট)
-
আলোচনার সময়কাল: প্রায় তিন ঘণ্টা
-
প্রসঙ্গ: ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর দুই নেতার প্রথম সরাসরি সাক্ষাৎ
0
Updated: 1 month ago