সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে?
A
অনুচ্ছেদ ৯২
B
অনুচ্ছেদ ৯৩
C
অনুচ্ছেদ ৯৪
D
অনুচ্ছেদ ৯৫
উত্তরের বিবরণ
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৯০ - নির্দিষ্টকরণ আইন।
- অনুচ্ছেদ ৯১ - সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী।
- অনুচ্ছেদ ৯২ - হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট।
- অনুচ্ছেদ ৯৩ - অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা।
- অনুচ্ছেদ ৯৪ - সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ৯৫ - বিচারক-নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৬ - বিচারকদের পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৯৭ - অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৮ - সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ।
- অনুচ্ছেদ ৯৯ - অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা।
- অনুচ্ছেদ ১০০ - সুপ্রীম কোর্টের আসন।
0
Updated: 1 month ago
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)-এর সদর দপ্তর কোথায়?
Created: 3 weeks ago
A
বেইজিং
B
জেনেভা
C
লন্ডন
D
প্যারিস
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বৈশ্বিক আবহাওয়া, জলবায়ু ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সমন্বয় সাধনের জন্য কাজ করে।
• পূর্ণরূপ: The World Meteorological Organization (WMO)
• প্রতিষ্ঠিত: ২৩ মার্চ, ১৯৫০
• সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
• বর্তমান সদস্য সংখ্যা: মোট ১৯৩টি, যার মধ্যে ১৮৭টি দেশ এবং ৬টি টেরিটরি অন্তর্ভুক্ত।
0
Updated: 3 weeks ago
Amnesty International-এর প্রধান উদ্দেশ্য কী?
Created: 1 month ago
A
বৈশ্বিক উষ্ণায়ন রোধ
B
মানবাধিকার রক্ষা করা
C
বাণিজ্য বৈষম্য রোধ
D
বৈশ্বিক জলাশয় রক্ষা
Amnesty International হলো বিশ্বের অন্যতম সুপরিচিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যা বৈশ্বিক পরিসরে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটি মূলত রাষ্ট্র ও বিভিন্ন কর্তৃপক্ষ কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো উন্মোচন ও প্রতিবাদ করার জন্য পরিচিত।
-
প্রতিষ্ঠাতা: পিটার বেনেনসন।
-
প্রতিষ্ঠাকাল: ২৮ মে, ১৯৬১।
-
সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
-
প্রধান উদ্দেশ্য: মানবাধিকার রক্ষা ও সুরক্ষা নিশ্চিত করা।
-
কার্যক্রম: মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিবেদন প্রকাশ ও আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি।
-
অর্জন: ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
0
Updated: 1 month ago
Which day is celebrated internationally as ‘World Refugee Day’?
Created: 1 month ago
A
October 1
B
August 12
C
August 12
D
June 20
- বিশ্ব শরণার্থী দিবস (World Refugee Day) প্রতি বছর ২০ জুন তারিখে জাতিসংঘের উদ্যোগে পালিত হয়, বিশ্বজুড়ে শরণার্থীদের অধিকার, সুরক্ষা ও মানবিক সহায়তার বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে।
বিশ্ব শরণার্থী দিবস:
- ২০০১ সালের ২০ জুন প্রথম বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়।
- ২০০০ সালের ডিসেম্বরের আগে দিবসটি আফ্রিকা শরণার্থী দিবস হিসেবে পালিত হতো।
- ১৯৫১ সালে শরণার্থীদের স্বীকৃতির বিষয়ে জাতিসংঘের সনদটি গৃহীত হয়।
গুরত্বপূর্ণ কিছু দিবস:
- আন্তর্জাতিক পরিবেশ দিবস ৫ জুন;
- আন্তর্জাতিক প্রাণী দিবস পালিত হয় ৪ অক্টোবর;
- বিশ্ব মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর;
- আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ১৫ সেপ্টেম্বর।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ১৩ অক্টোবর;
- আন্তর্জাতিক ওজোন দিবস পালিত হয় ১৬ সেপ্টেম্বর;
- আন্তর্জাতিক বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় ২২ এপ্রিল;
0
Updated: 1 month ago