আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
A
বাগদাদ
B
কায়রো
C
জেদ্দা
D
আম্মান
উত্তরের বিবরণ
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (আগস্ট, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (আগস্ট, ২০২৫)
তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
0
Updated: 1 month ago
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়-
Created: 1 month ago
A
১৮০০ সালে
B
১৮০১ সালে
C
১৮০২ সালে
D
১৮০৩ সালে
ফোর্ট উইলিয়াম কলেজ ১৮০০ সালের ৪ মে লর্ড ওয়েলেসলী কর্তৃক প্রতিষ্ঠিত প্রাচ্যবিষয়ক একটি প্রশিক্ষণ কেন্দ্র, যার মূল উদ্দেশ্য নবনিযুক্ত ইউরোপীয় আমলাদের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক উন্নতি সাধন।
-
প্রতিষ্ঠাতা: গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলী।
-
বাংলা বিভাগের প্রতিষ্ঠা: ১৮০১ সালের ২৪ নভেম্বর।
-
প্রথম অধ্যক্ষ: পাদ্রী উইলিয়াম কেরী।
-
সহকারী অধ্যাপকগণ: রামরাম বসু এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কা।
-
অন্য অবদান: কলেজের বাংলা বিভাগে আরও কয়েকজন শিক্ষক বাংলা গদ্যে পাঠ্যপোযোগী গ্রন্থ রচনা করেন।
0
Updated: 1 month ago
কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে প্রসিদ্ধ নয়?
Created: 1 month ago
A
ময়নামতি
B
পাহাড়পুর
C
মহাস্থানগড়
D
সুন্দরবন
সুন্দরবন প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি একটি প্রাকৃতিক ম্যানগ্রোভ বন এবং বিশ্বের বৃহত্তম তার মধ্যে অন্যতম।
প্রত্নতাত্ত্বিক স্থানের সংজ্ঞা:
-
‘প্রত্ন’ অর্থ অতি পুরাতন বা প্রাচীন।
-
প্রত্নতত্ত্ব হলো প্রাচীন বস্তু, স্থাপত্য ও সংস্কৃতির গবেষণা।
-
প্রত্নতাত্ত্বিক স্থান: যেসব স্থানে প্রাচীন জিনিসপত্র, মুদ্রা, অট্টালিকা, স্থাপত্য, গহনা, ধাতব বস্ত্র ইত্যাদি পাওয়া যায়।
-
বাংলাদেশে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ: মহাস্থানগড়, ময়মনসিংহ, পাহাড়পুর, উয়ারী-বটেশ্বর।
সুন্দরবন সম্পর্কে তথ্য:
-
পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বন।
-
বাংলাদেশে অবস্থিত আয়তন: প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার।
-
৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে ৭৯৮তম World Heritage Site হিসেবে ঘোষণা করে।
0
Updated: 1 month ago
স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় -
Created: 1 month ago
A
২ মার্চ, ১৯৭১
B
৩ মার্চ, ১৯৭১
C
৭ মার্চ, ১৯৭১
D
১১ মার্চ, ১৯৭১
প্রথম পতাকা উত্তোলন
-
২ মার্চ ১৯৭১, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনতার সমাবেশে আ.স.ম আব্দুর রব, তৎকালীন ঢাকসুর ভিপি, স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন।
-
পতাকা গৃহীত হয় ৬ মার্চ ১৯৭১।
-
বাংলাদেশের বাইরে প্রথম পতাকা উত্তোলন হয় কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারে।
জাতীয় পতাকার নকশা ও সংবিধান:
-
সংবিধানের ৪ নং অনুচ্ছেদে জাতীয় পতাকার উল্লেখ আছে।
-
মানচিত্রসহ প্রথম নকশাকার: শিব নারায়ণ দাস (৬ জুন ১৯৭০)।
-
জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত: ১০:৬ (৫:৩)।
-
বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছেন কামরুল হাসান।
0
Updated: 1 month ago