UNESCO এর বর্তমান সহযোগী সদস্য দেশ কয়টি? (আগস্ট, ২০২৫)
A
১০ টি
B
১১ টি
C
১২ টি
D
১৩ টি
উত্তরের বিবরণ
UNESCO:
– জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO).
– UNESCO- এর পূর্ণরূপ - United Nations Educational Scientific and Cultural Organization.
– এর প্রধান কাজ হলো - বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
– ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় - ১৯৪৫ সালে।
– কার্যক্রম শুরু করে - ১৯৪৬ সালে।
– প্রতিষ্ঠার স্থান - লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর - প্যারিস, ফ্রান্স।
– সদস্য সংখ্যা - ১৯৪টি এবং সহযোগী সদস্য - ১২টি। (আগস্ট, ২০২৫)
– বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে - ১৯৭২ সালে।
তথ্যসূত্র - UNESCO অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 1 month ago
জাতিসংঘের কোন বিশেষায়িত প্রতিষ্ঠান শিশু তহবিল, বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে?
Created: 1 month ago
A
UNESCO
B
UNEP
C
UNICEF
D
UNDP
UNICEF বা United Nations Children's Fund হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষা ও উন্নয়নের জন্য কাজ করে। এটি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
-
প্রতিষ্ঠার তারিখ: ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর।
-
প্রাথমিক নাম: United Nations International Children's Emergency Fund।
-
বর্তমান নাম: ১৯৫৩ সালে নাম পরিবর্তন করে United Nations Children's Fund রাখা হয়।
-
সদরদপ্তর: যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক।
-
বর্তমান নির্বাহী পরিচালক: ক্যাথরিন রাসেল।
-
সদস্য রাষ্ট্র: ১৯৩ টি দেশ।
-
কার্যক্রমের এলাকা: বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চল।
0
Updated: 1 month ago
চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কী?
Created: 1 month ago
A
আফ্রিদি
B
উইঘুর
C
মাওরি
D
পিগমি
উইঘুর মুসলিম হলো চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত একটি জাতিগোষ্ঠী, যারা ইসলাম ধর্মাবলম্বী।
-
চীন সরকার বিচ্ছিনতাবাদ ও সন্ত্রাসবাদের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর দমন ও নির্যাতন চালিয়ে আসছে।
অন্য উল্লেখযোগ্য জাতিগোষ্ঠী:
-
আফ্রিদি জাতি: পাকিস্তান ও আফগানিস্তানে বসবাসরত উপজাতি।
-
মাওরি জাতি: নিউজিল্যান্ড ভূখণ্ডের আদিবাসী একটি পলিনেশীয় জাতি।
-
পিগমি: আফ্রিকার খর্বাকার জাতি।
উৎস:
0
Updated: 1 month ago
সোনালী প্যাগোডার দেশ নামে পরিচিত-
Created: 1 month ago
A
শ্রীলঙ্কা
B
মিয়ানমার
C
থাইল্যান্ড
D
হংকং
মিয়ানমারে অসংখ্য সোনালী রঙের প্যাগোডা ও স্তূপ রয়েছে, যা দেশের ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত। তাই মিয়ানমারকে সোনালী প্যাগোডার দেশ বলা হয়।
বিভিন্ন দেশের ভৌগলিক উপনামগুলো:
-
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
-
লিলি ফুলের দেশ: কানাডা
-
ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া
-
সিল্ক রুটের দেশ: ইরান
-
মার্বেলের দেশ: ইতালি
-
পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান
-
তামার দেশ: জাম্বিয়া
-
পিরামিডের দেশ: মিশর
-
প্রাচীরের দেশ: চীন
-
ভূমিকম্পের দেশ: জাপান
উৎস:
0
Updated: 1 month ago