শহর অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা কোনটি?
A
ইউনিয়ন পরিষদ
B
জেলা পরিষদ
C
পৌরসভা
D
উপজেলা পরিষদ
উত্তরের বিবরণ
বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা:
- বর্তমান বাংলাদেশে শহুরে ও গ্রামীণ দুই ধরনের স্থানীয় সরকার কার্যকর রয়েছে।
- বাংলাদেশে শহরের জন্য দুই স্তর বিশিষ্ট ও
- পল্লীর জন্য তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে।
⇨ শহর অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা-
- পৌরসভা এবং
- সিটি কর্পোরেশন।
⇨ গ্রাম অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা -
- ইউনিয়ন পরিষদ,
- উপজেলা পরিষদ এবং
- জেলা পরিষদ।
⇨ এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৩টি জেলা নিয়ে আঞ্চলিক স্থানীয় প্রশাসন রয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থানীয় সরকার ব্যবস্থা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আঞ্চলিক পরিষদ-
১. বান্দরবান পাহাড়ী জেলা পরিষদ,
২. রাঙ্গামাটি পাহাড়ী জেলা পরিষদ,
৩. খাগড়াছড়ি পাহাড়ী জেলা পরিষদ,
তথ্যসূত্র - পৌরনীতি ও নাগরিকতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
পলাশীর যুদ্ধে কোন ফরাসি সেনানায়ক বাংলার নবাবের পক্ষে লড়াই করে?
Created: 4 weeks ago
A
আল বুকার্ক
B
সিন ফ্রে
C
মেজর মনরো
D
ভান্সিটার্ট
পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আমবাগানে সংঘটিত হয়, যেখানে স্বাধীন বাংলার নবাব সিরাজ-উদ-দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন। এই পরাজয়ের ফলে প্রায় ২০০ বছরের জন্য বাংলা স্বাধীনতা হারায়। প্রতি বছর ২৩ জুন পলাশী দিবস হিসেবে স্মরণ করা হয়। যুদ্ধটি বাংলার শেষ স্বাধীন নবাব এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশী নামক স্থানে সংঘটিত হওয়ায় এটি পলাশীর যুদ্ধ নামে পরিচিত।
-
১৭৫৭ সালে রবার্ট ক্লাইভ সিরাজ-উদ-দৌলাকে পরাজিত করে কলকাতা দখল করেন।
-
নবাবের পরাজয়ের ফলে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের পথ উন্মুক্ত হয়।
-
নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন জগৎশেঠ, মীরজাফর, রায়দুর্লভ ও উমিচাদ।
-
নবাবের পক্ষে যুদ্ধ করেন মীরমদন, মোহন লাল এবং ফরাসি সেনাপতি সিন ফ্রে।
-
২৩ জুন পলাশী দিবস হিসেবে প্রতি বছর স্মরণ করা হয়।
0
Updated: 4 weeks ago
RAM- এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
Random Access Memory.
B
Read Available Memory.
C
Read Access Memory.
D
Random Available Memory.
কম্পিউটার মেমরি প্রধানত দুই প্রকার:
১) প্রাথমিক/প্রধান মেমরি (Main Memory)
-
বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে ডাটা মুছে যাওয়া মেমরিকে Volatile Memory বলা হয়।
-
প্রধান মেমরির মধ্যে অন্তর্ভুক্ত: RAM (Random Access Memory) ও ROM (Read Only Memory)।
-
RAM হলো Volatile Memory এবং একে Main Storage বা Read-Write Memory বলা হয়।
-
ROM হলো Non-Volatile Memory, যা বিদ্যুৎ বন্ধ হলেও সংরক্ষিত থাকে।
২) গৌণ/সহায়ক মেমরি (Secondary Memory)
-
প্রধান মেমরি ব্যতীত সকল ধরনের মেমরি সহায়ক মেমরি হিসেবে বিবেচিত হয়।
-
উদাহরণ: Hard Disk, Pen Drive ইত্যাদি।
উৎস:
0
Updated: 1 month ago
Which of the following organization was the ancestor of WTO?
Created: 1 month ago
A
UNTWO
B
GATT
C
IBRD
D
UNWTO
WTO (World Trade Organization):
-
পরিচিতি: WTO হলো বিশ্বের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক বাণিজ্যের স্বচ্ছতা, পূর্বাভাসযোগ্যতা ও স্বাধীন প্রবাহ নিশ্চিত করা।
-
প্রতিষ্ঠা: ১ জানুয়ারি, ১৯৯৫।
-
উৎপত্তি: এটি গঠিত হয় General Agreement on Tariffs and Trade (GATT)-এর ভিত্তিতে, যা প্রথম প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৬৬টি দেশ এর সদস্য (২০২5 অনুযায়ী)।
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
-
মহাপরিচালক (Director General): এনগোজি ওকোনজো ইওয়েলা (নাইজেরিয়া) – তিনি ২০২১ সালে দায়িত্ব গ্রহণ করেন এবং প্রথম আফ্রিকান ও প্রথম নারী মহাপরিচালক।
-
বাংলাদেশের সদস্যপদ: বাংলাদেশ ১ জানুয়ারি, ১৯৯৫ সাল থেকে WTO-এর সদস্য।
-
ভাষা: WTO-এর কার্যক্রম পরিচালিত হয় মূলত তিনটি সরকারি ভাষায়— ইংরেজি, ফরাসি এবং স্প্যানিশ।
অতিরিক্ত তথ্য:
-
WTO এর প্রধান কাজ হলো— আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করা, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য সুবিধা বৃদ্ধি করা।
-
WTO বাণিজ্য সংক্রান্ত ৬০টিরও বেশি চুক্তি পরিচালনা করে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো— Agreement on Agriculture (AoA), General Agreement on Trade in Services (GATS), Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS)।
-
WTO-এর Ministerial Conference হলো সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ, যা দুই বছরে একবার অনুষ্ঠিত হয়।
0
Updated: 1 month ago