A
কলা (Tissue) হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা
B
ক্ষুদ্রান্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা
C
হরমোন বিতরণ করা
D
জারক রস (enzyme) বিতরণ করা
উত্তরের বিবরণ
রক্ত
রক্ত হলো এক ধরনের তরল যোজক কলা, যা রক্তরস এবং বিভিন্ন প্রকার রক্ত কণিকার সমন্বয়ে গঠিত। মানুষসহ অন্যান্য মেরুদন্ডী প্রাণীর রক্ত সাধারণত লাল রঙের হয়ে থাকে। এই লাল রঙের জন্য দায়ী লোহিত রক্ত কণিকায় বিদ্যমান হিমোগ্লোবিন নামক একধরনের লৌহঘটিত প্রোটিন।
হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে এবং সেই যৌগ রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহন করে।
• রক্তের প্রধান কাজসমূহ:
-
শরীরে অক্সিজেন পরিবহন
-
কার্বন ডাই-অক্সাইড অপসারণ
-
হজম হওয়া খাদ্য উপাদান পরিবহন
-
শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখা
-
বর্জ্য পদার্থ নির্গমন
-
হরমোন পরিবহন
-
রোগ প্রতিরোধে সহায়তা
-
ক্ষতের স্থানে রক্ত জমাট বাঁধা
উৎস:
১. বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
২. জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি

0
Updated: 2 months ago