'গ্রেট ব্যারিয়ার রিফ' কোথায় অবস্থিত?
A
ব্রাজিল
B
অস্ট্রেলিয়া
C
ইন্দোনেশিয়া
D
ফিলিপাইন
উত্তরের বিবরণ
গ্রেট ব্যারিয়ার রিফ:
-
অবস্থান: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড, কোরাল সাগর।
-
বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর; আনুমানিক ৩,৪৪,৪০০ কিমি² বিস্তৃত।
-
গঠন: ২,৯০০+ পৃথক রিফ সিস্টেম, ৭৬০ ফ্রেঞ্জ রিফ, ৩০০ প্রবাল রশ্মি, ৯০০ দ্বীপ।
-
ব্যবহার: অস্ট্রেলিয়ান আদিবাসী ও টরেস স্ট্রেইট দ্বীপবাসীদের।
0
Updated: 1 month ago
পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়?
Created: 3 weeks ago
A
আসামের লুসাই পাহাড়
B
কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ
C
হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ
D
সিকিমের পার্বত্য অঞ্চল
পদ্মা নদী:
- বাংলাদেশের অন্যতম প্রধান নদী পদ্মা।
- এ নদী গঙ্গা নামে মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।
- এরপর প্রথমে দক্ষিণ-পশ্চিমে এবং পরে দক্ষিণ-পূর্ব দিক দিয়ে অগ্রসর হয়ে ভারতের হরিদ্বারের নিকট গঙ্গা নামে সমভূমিতে প্রবেশ করেছে।
- গঙ্গা নদীর মূল প্রবাহ রাজশাহী জেলার দক্ষিণ-পশ্চিম প্রান্তে প্রায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমানা বরাবর এসে কুষ্টিয়ার উত্তর-পশ্চিম প্রান্তে বাংলাদেশে প্রবেশ করেছে।
- এরপর রাজবাড়ি জেলার গোয়ালন্দের নিকট যমুনার সাথে মিলিত হয়েছে।
- এই মিলিত ধারা পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরে মেঘনার সাথে মিশেছে।
- অত:পর তিন নদীর মিলিত স্রোত মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- পদ্মার শাখানদীগুলোর মধ্যে কুমার, ভৈরব, গড়াই, মাথাভাঙ্গা, ইছামতি, আড়িয়াল খাঁ উল্লেখযোগ্য।
ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 3 weeks ago
মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
Created: 1 month ago
A
১টি
B
২টি
C
৩টি
D
৪টি
বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের ভূগোল ও প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ।
-
বাংলাদেশের সাথে দুটি দেশের সীমান্ত সংযোগ রয়েছে: ভারত ও মিয়ানমার।
-
দেশের মোট সীমান্তবর্তী জেলা সংখ্যা ৩২টি।
-
ভারতের সাথে সীমান্তবর্তী জেলা সংখ্যা ৩০টি, এবং ভারতের ৫টি রাজ্যের সঙ্গে সীমান্ত রয়েছে।
-
মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা সংখ্যা ৩টি।
-
রাঙ্গামাটি জেলা তিন দেশের — বাংলাদেশ, ভারত ও মিয়ানমার — যৌথ সীমান্তরেখার স্থান।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
নিচের কোনটি নিয়ত বায়ুপ্রবাহ?
Created: 1 month ago
A
পার্বত্য বায়ু
B
মৌসুমি বায়ু
C
স্থলবায়ু
D
অয়ন বায়ু
বায়ুপ্রবাহের প্রকারভেদ বিভিন্ন ধরণের বায়ুর উৎপত্তি, দিক এবং বৈশিষ্ট্যের উপর নির্ভর করে বিভক্ত।
-
মূল চার প্রকার বায়ুপ্রবাহ:
-
নিয়মিত বায়ু
-
স্থানীয় বায়ু
-
সাময়িক বায়ু
-
অনিয়মিত বায়ু
-
-
নিয়মিত বায়ুপ্রবাহের তিন প্রকার:
-
অয়ন বায়ু
-
মেরু বায়ু
-
পশ্চিমা বায়ু
-
-
সাময়িক বায়ুর প্রধান দুই প্রকার:
-
স্থলবায়ু ও সমুদ্রবায়ু
-
মৌসুমি বায়ু
-
-
স্থানীয় বায়ুর দুই প্রকার:
-
পার্বত্য বায়ু
-
উপত্যকা বায়ু
-
-
অনিয়মিত বায়ুর দুই প্রকার:
-
ঘূর্ণিবাত বায়ু
-
প্রতীপ ঘূর্ণিবাত বায়ু
-
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago