A
হৃৎপিণ্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া
B
মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাঁধা
C
হৃৎপিণ্ডের অংশবিশেষের অসাড়তা
D
ফুসফুসে হঠাৎ বিকল হয়ে যাওয়া
উত্তরের বিবরণ
স্ট্রোক: কারণ, লক্ষণ ও প্রতিরোধ
স্ট্রোক একটি রক্ত সঞ্চালনজনিত রোগ, যা মূলত মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্তপ্রবাহে বিঘ্ন ঘটার কারণে ঘটে। এ ধরনের অবস্থা জীবনঘাতীও হতে পারে।
স্ট্রোক কী?
মস্তিষ্কে রক্তক্ষরণকে সাধারণভাবে স্ট্রোক বলা হয়। এটি একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা।
স্ট্রোকের প্রধান কারণসমূহ
-
সাধারণত ধমনী শক্ত হয়ে যাওয়া এবং উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে।
-
অতিরিক্ত মানসিক চাপ, যেমন: প্রচণ্ড উত্তেজনা বা অতিরিক্ত পরিশ্রমও এ অবস্থার সৃষ্টি করতে পারে।
-
রক্তক্ষরণ হলে রক্ত জমাট বাঁধতে পারে, যা মস্তিষ্কের ক্ষতি সাধন করে। যদি রক্ত মস্তিষ্কের গহ্বর বা মাথার খুলিতে প্রবেশ করে, তবে তা মৃত্যুর কারণ হতে পারে।
স্ট্রোকের লক্ষণসমূহ
-
তীব্র মাথাব্যথা,
-
ঘাড় শক্ত হয়ে যাওয়া,
-
কিছু সময়ের মধ্যেই রোগীর জ্ঞান হারানো,
-
পেশির শিথিলতা,
-
শ্বাসপ্রশ্বাস ও হৃদস্পন্দন কমে যাওয়া,
-
মুখমণ্ডল লাল হয়ে যাওয়া।
স্ট্রোক প্রতিরোধে করণীয়
-
ধূমপান সম্পূর্ণভাবে ত্যাগ করা,
-
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা,
-
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা,
-
দুশ্চিন্তা পরিহার করে স্বাভাবিক ও সুশৃঙ্খল জীবনযাপন করা,
-
সুষম খাদ্যগ্রহণ, যথাযথ ঘুম ও নিয়মিত ব্যায়াম করা।
উৎস:
জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 months ago