A
ক্বচিৎ প্রৌঢ়
B
দত্তকুলোদ্ভব কবি
C
লেখরাজ সামন্ত
D
কালপুরুষ
উত্তরের বিবরণ
মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম
Timothy Penpoem
দত্তকুলোদ্ভব কবি
A Native
অন্যান্য লেখকের ছদ্মনাম
প্রেমেন্দ্র মিত্র → লেখরাজ সামন্ত
বিভূতিভূষণ মুখোপাধ্যায় → ক্বচিৎ প্রৌঢ়
সুবোধ ঘোষ → কালপুরুষ
মাইকেল মধুসূদন দত্ত
তিনি একজন মহাকবি ও নাট্যকার।
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে।
তিনি বাংলাভাষায় সনেট প্রবর্তক।
তাঁর প্রথম কাব্যগ্রন্থ: ‘The Captive Lady’।

0
Updated: 22 hours ago
বাংলাদেশে বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে কোন ব্যাংক?
Created: 3 weeks ago
A
ব্র্যাক ব্যাংক
B
ব্যাংক এশিয়া
C
ইস্টার্ন ব্যাংক
D
ডাচ বাংলা ব্যাংক
বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড – বাংলাদেশ
-
প্রবর্তক: ইস্টার্ন ব্যাংক, মাস্টারকার্ডের সহযোগিতায়
-
প্রবর্তনের তারিখ: ৫ জুলাই, ২০২৫
-
উদ্বোধক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর
-
প্রযুক্তি সরবরাহকারী: IDEX Biometrics, Kona I, Infineon Technologies
-
বিশেষত্ব:
-
পিন বা স্বাক্ষরের প্রয়োজন নেই
-
গ্রাহকের তথ্য সরাসরি কার্ডে সংরক্ষিত
-
হোমকিট ব্যবহার করে ঘরে বসেই ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধন
-
মাস্টারকার্ডের আইডেন্টিটি থেফট প্রোটেকশন প্রযুক্তি দিয়ে অনলাইনে নিরাপত্তা নিশ্চিত
-
-
উদ্দেশ্য: গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি ও অপব্যবহার রোধ এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করা

0
Updated: 3 weeks ago
'চর্যাগীতিকোষবৃত্তি' নামে মুনিদত্তের টীকার তিব্বতি অনুবাদ করেন কে?
Created: 1 day ago
A
ড. প্রবোধচন্দ্র বাগচী
B
রাজেন্দ্রলাল মিত্র
C
কীর্তিচন্দ্র
D
বিজয়চন্দ্র মজুমদার
বাংলা
বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
বাংলা সাহিত্যের প্রথম
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
No subjects available.
চর্যাপদ ও প্রাচীন বাংলার পদসংগ্রহ
-
মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে তৃতীয় নেপাল সফরে নেপালের রাজগ্রন্থাগার থেকে প্রাচীন কিছু সাহিত্য পদ আবিষ্কার করেন।
-
তাঁর সম্পাদনায় এগুলো বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯১৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়:
-
চর্যাচর্যবিনিশ্চয়
-
সরহপাদ ও কৃষ্ণপাদের দোহা
-
ডাকার্ণব-এর চারটি পুঁথি
-
গ্রন্থের নাম: ‘হাজার বছরের পুরাণ: বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা’
-
-
এগুলোর মধ্যে একমাত্র চর্যাচর্যবিনিশ্চয়ই প্রাচীন বাংলায় লেখা, বাকিগুলো অপভ্রংশ ভাষায় রচিত।
ভাষাতাত্ত্বিক ও ধর্মমত বিশ্লেষণ
-
১৯২৬ সালে ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় Origin and Development of the Bengali Language (ODBL) গ্রন্থে এসব পদসংগ্রহের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রথম আলোচনা করেন।
-
১৯২৭ সালে ড. মুহম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন।
-
১৯৩৮ সালে ড. প্রবোধচন্দ্র বাগচী চর্যার তিব্বতি অনুবাদ প্রকাশ করেন।
পদসংগ্রহের নাম সম্পর্কিত তথ্য
-
মুনিদত্তের সংস্কৃত টীকানুসারে পদসংগ্রহের নাম ছিল ‘আশ্চর্যচর্যাচয়’।
-
নেপালে প্রাপ্ত পুঁথিতে নাম দেওয়া হয়েছিল ‘চর্যাচর্যবিনিশ্চয়’।
-
ড. প্রবোধচন্দ্র বাগচী দুটি নাম মিলিয়ে ‘চর্যাশ্চর্যবিনিশ্চয়’ নামকরণ করেন।
-
কীর্তিচন্দ্র মুনিদত্তের টীকার তিব্বতি অনুবাদ ছিল ‘চর্যাগীতিকোষবৃত্তি’।
-
আধুনিক পণ্ডিতদের অনুমান: মূল সংকলনের নাম ছিল ‘চর্যাগীতিকোষ’, সংস্কৃত টীকার নাম ‘চর্যাচর্যবিনিশ্চয়’।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 day ago
ফোর্ট উইলিয়ম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 4 hours ago
A
১৭৯৩ সালে
B
১৮০০ সালে
C
১৮০১ সালে
D
১৯০০ সালে
ফোর্ট উইলিয়াম কলেজ
প্রতিষ্ঠা:
-
লর্ড ওয়েলেসলী ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন।
ভাষা ও শিক্ষা কার্যক্রম:
-
বাংলাসহ ভারতের বহু ভাষা শিক্ষা ও প্রসারের জন্য কলেজ প্রতিষ্ঠা করা হয়।
-
উইলিয়ম কেরীকে স্থানীয় ভাষা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
-
১৮০১ সালের মে মাসে উইলিয়ম কেরী বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন।
-
১৮০৫ সালের মধ্যে কলেজে মোট ১২টি অনুষদ খোলা হয়।
উৎস:
-
বাংলা সাহিত্যের ইতিহাস — মাহবুবুল আলম
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 4 hours ago