A
মানুষ
B
সাম্যবাদী
C
সর্বহারা
D
প্রলয়োল্লাস
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতা
আলোচ্য পঙক্তিটি কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতা থেকে গৃহীত।
‘মানুষ’ কবিতাটি তাঁর ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৫ সালে।
উদ্ধৃত পঙক্তি:
গাহি সাম্যের গান–
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান!
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ
অগ্নি-বীণা
সঞ্চিতা
চিত্তনামা
মরুভাস্কর
সর্বহারা
ফণি-মনসা
চক্রবাক
সাম্যবাদী
ছায়ানট
নতুন চাঁদ
পুবের হাওয়া
জিঞ্জির
বাষের বাঁশি
দোলনচাঁপা
সিন্ধু হিন্দোল
ভাঙার গান
সন্ধ্যা ইত্যাদি

0
Updated: 22 hours ago
জৈগুনের পুঁথি' গ্রন্থের রচয়িতা কে?
Created: 4 hours ago
A
ফকির গরীবুল্লাহ
B
সৈয়দ হামজা
C
শেখ ফয়জুল্লাহ
D
আমীর হামজা
সৈয়দ হামজা :
- সৈয়দ হামজা পুঁথি সাহিত্য ধারার অন্যতম কবি।
তাঁর গ্রন্থসমূহ হলো:
- জৈগুনের পুঁথি,
- হাতেম তাই ও
- আমির হামজা (দ্বিতীয় অংশ)।
উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 4 hours ago
আফগানিস্তানের তালেবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে কোন দেশ?
Created: 3 weeks ago
A
তুরস্ক
B
রাশিয়া
C
ইরান
D
পাকিস্তান
তালেবান সরকারকে রাশিয়ার স্বীকৃতি
-
বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়া আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।
-
স্বীকৃতি প্রদানের প্রক্রিয়ায় আফগানিস্তানে নিযুক্ত তালেবান সরকারের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করা হয়।
-
এর মাধ্যমে রাশিয়া তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে প্রথম দেশ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে।
-
চীন, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও উজবেকিস্তান zwar কাবুলে দূতাবাস চালু রেখেছে, তবে তারা এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।
প্রেক্ষাপট:
-
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই তারা আন্তর্জাতিক স্বীকৃতি ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের চেষ্টা চালিয়ে আসছিল।
-
২০০৩ সালে রাশিয়া তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছিল।
-
তবে ২০২৫ সালের এপ্রিল মাসে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়, এবং এর পর থেকেই মস্কো ও তালেবানের সম্পর্ক জোরদার হয়।

0
Updated: 3 weeks ago
'আরণ্যক' উপন্যাসের লেখক কে?
Created: 1 week ago
A
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
B
অদ্বৈত মল্লবর্মণ
C
গোবিন্দচন্দ্র দাস
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
✦ আরণ্যক (উপন্যাস)
-
লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
-
বিষয়: ভাগলপুরের নিকটবর্তী বনাঞ্চলের নিম্নবিত্ত মানুষের জীবনচিত্র।
-
প্রধান চরিত্রসমূহ: ভানুমতী, বনোয়ারী, দোবরু, বুদ্ধু সিংহ।
-
বিশেষত্ব: প্রকৃতি ও মানুষের নিবিড় সম্পর্ক, বনাঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট ও সংগ্রাম এই উপন্যাসে জীবন্তভাবে ফুটে উঠেছে।
✦ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪–১৯৫০)
-
জন্ম: ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে।
-
সাহিত্যজীবন শুরু: ১৩২৮ বঙ্গাব্দের (১৯২১ খ্রিস্টাব্দে) প্রবাসী পত্রিকায় “উপেক্ষিতা” গল্প প্রকাশের মাধ্যমে।
-
মর্যাদা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পর বাংলা কথাসাহিত্যে সর্বাধিক জনপ্রিয় সাহিত্যিক।
-
সাংবাদিকতা: হেমন্তকুমার গুপ্তের সঙ্গে যৌথভাবে দীপক (১৯৩২) পত্রিকা সম্পাদনা করেন।
✦ বিভূতিভূষণের উল্লেখযোগ্য উপন্যাস
-
পথের পাঁচালী
-
অপরাজিত
-
অশনি সংকেত
-
আরণ্যক
-
আদর্শ হিন্দু হোটেল
-
দেবযান
-
ইছামতী
-
দৃষ্টি প্রদীপ ইত্যাদি

0
Updated: 1 week ago