'শর্মিষ্ঠা' নাটক ইংরেজি অনুবাদ করেন কে?
A
বেন জনসন
B
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
C
লর্ড বাইরন
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
‘শর্মিষ্ঠা’ নাটক
‘শর্মিষ্ঠা’ মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত বাংলা নাটক।কলকাতার পাইকপাড়ার রাজাদের অনুপ্রেরণায় বেলগাছিয়া থিয়েটারের জন্য মধুসূদন দত্ত ১৮৫৮ সালে নাটকটি রচনা করেন।
রাজাদের অর্থানুকূল্যে নাটকটি ১৮৫৯ সালের জানুয়ারি মাসে প্রকাশিত হয় এবং একই বছরের ৩রা সেপ্টেম্বর বেলগাছিয়া থিয়েটারে মঞ্চস্থ হয়।
পাশ্চাত্য রীতিতে বাংলা নাটক রচনার প্রথম সফলতা এই নাটকের মাধ্যমে দেখা যায়।
মধুসূদন পরবর্তীতে ‘শর্মিষ্ঠা’র ইংরেজি অনুবাদও করেন।
নাটকের কাহিনি পুরাণ থেকে গ্রহণ করা হয়েছে।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ: যযাতি, দেবযানী, শর্মিষ্ঠা, মাধব্য, পূর্ণিমা, রাজমন্ত্রী প্রমুখ।
মাইকেল মধুসূদন দত্তের নাটকসমূহ
শর্মিষ্ঠা
পদ্মাবতী
কৃষ্ণকুমারী

0
Updated: 22 hours ago
'তিতাস একটি নদীর নাম' উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন কে?
Created: 1 week ago
A
সত্যজিৎ রায়
B
গৌতম ঘোষ
C
ঋত্বিক ঘটক
D
মৃণাল সেন
✦ তিতাস একটি নদীর নাম (উপন্যাস)
-
লেখক: অদ্বৈত মল্লবর্মণ
-
প্রথম প্রকাশ:
-
১৩৫২ বঙ্গাব্দে (মোহাম্মদী পত্রিকায় ধারাবাহিক আকারে)
-
গ্রন্থাকারে: ১৯৫৬ সালে
-
-
চলচ্চিত্র: ১৯৭৩ সালে ঋত্বিক ঘটক এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন।
-
কাহিনি:
-
কুমিল্লা জেলার তিতাস নদীতীরবর্তী ধীবর (জেলে) সমাজের জীবনযাপন, রীতিনীতি, ধর্ম-সংস্কার ও উৎসবের কাহিনি।
-
উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র কোনো মানুষ নয়, বরং একটি নদী—“তিতাস”।
-
-
প্রধান চরিত্র:
-
কিশোর
-
সুবল
-
অনন্ত
-
তিলক
-
বাসন্তী
-
মনমালী
-

0
Updated: 1 week ago
সংশোধিত গেজেট অনুযায়ী, বর্তমানে জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
Created: 3 weeks ago
A
৮৩০ জন
B
৮৩৬ জন
C
৮৪০ জন
D
৮৫৬ জন
জুলাই গণ–অভ্যুত্থান ২০২৪ – শহীদদের তালিকা
-
প্রকাশের তারিখ: ১৫ জানুয়ারি, ২০২৫
-
প্রথম গেজেট: শহীদদের তালিকা সরকারিভাবে প্রকাশিত
-
প্রাথমিক শহীদ সংখ্যা: ৮৩৪ জন (পরে ১০ জন যুক্ত) → ৮৪৪ জন
-
সংশোধন: ৩ আগস্ট, ২০২৫ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আরও একটি গেজেট জারি করে
-
এই গেজেটে ৮ জন বাদ দেওয়া হয়
-
বাদ দেওয়ার কারণ:
-
৪ জনের নাম গেজেটে দুবার এসেছে
-
৪ জন সরাসরি জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না
-
-
-
চূড়ান্ত শহীদ সংখ্যা: ৮৩৬ জন

0
Updated: 3 weeks ago
নিচের কোনটি পূর্ববঙ্গ গীতিকার অন্তর্ভুক্ত নয়?
Created: 4 hours ago
A
ভেলুয়া
B
কমল সওদাগর
C
নিজাম ডাকাতের পালা
D
কমলা
• কমলা
-
মৈমনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত।
পূর্ববঙ্গ-গীতিকা
-
সংজ্ঞা: পূর্ববাংলার লোকসাহিত্যের একটি সংকলন, যা মুখে মুখে রচিত ও লোকসমাজে প্রচলিত।
-
অঞ্চল: ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, নোয়াখালী, ফরিদপুর, সিলেট (শ্রীহট্ট), ত্রিপুরা প্রভৃতি।
-
প্রধান সংগ্রাহক: চন্দ্রকুমার দে, দীনেশচন্দ্র সেন, আশুতোষ চৌধুরী, জসীমউদ্দীন, নগেন্দ্রচন্দ্র দে, রজনীকান্ত ভদ্র, বিহারীলাল রায়, বিজয়নারায়ণ আচার্য প্রমুখ।
-
সংগৃহীত পালাগুলির সংখ্যা: পঞ্চাশের অধিক।
পূর্ববঙ্গ গীতিকার পালা:
-
নিজাম ডাকাতের পালা
-
কাফন চোরা
-
ভেলুয়া
-
চৌধুরীর লড়াই
-
কমল সদাগর
-
সুজা তনয়ার বিলাপ
-
পরীবানুর হাহলা
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 4 hours ago