কোনটি মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম?
A
ক্বচিৎ প্রৌঢ়
B
দত্তকুলোদ্ভব কবি
C
লেখরাজ সামন্ত
D
কালপুরুষ
উত্তরের বিবরণ
মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম
Timothy Penpoem
দত্তকুলোদ্ভব কবি
A Native
অন্যান্য লেখকের ছদ্মনাম
প্রেমেন্দ্র মিত্র → লেখরাজ সামন্ত
বিভূতিভূষণ মুখোপাধ্যায় → ক্বচিৎ প্রৌঢ়
সুবোধ ঘোষ → কালপুরুষ
মাইকেল মধুসূদন দত্ত
তিনি একজন মহাকবি ও নাট্যকার।
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে।
তিনি বাংলাভাষায় সনেট প্রবর্তক।
তাঁর প্রথম কাব্যগ্রন্থ: ‘The Captive Lady’।
0
Updated: 1 month ago
‘মেঘনাদবধ কাব্য’ এর কাহিনী কোথা থেকে গৃহীত?
Created: 1 week ago
A
রামায়ণ
B
মহাভারত
C
ইলিয়াড
D
শাহনামা
0
Updated: 1 week ago
‘লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।’ - উক্তিটির রচয়িতা কে?
Created: 2 months ago
A
বদরুদ্দীন উমর
B
মোতাহের হোসেন চৌধুরী
C
আব্দুল্লাহ আল মামুন
D
কাজী মোতাহের হোসেন
✦ শিক্ষা ও মনুষ্যত্ব (প্রবন্ধ)
-
উৎস: সংস্কৃতি কথা (১৯৫৮) প্রবন্ধগ্রন্থ থেকে সংকলিত।
-
প্রবন্ধের বিখ্যাত উক্তি: “লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।”
-
মূল ভাব:
-
শিক্ষা শুধু বাহ্যিক সাজসজ্জা নয়।
-
লেখক শিক্ষার ব্যক্তিগত উন্নতি এবং সামগ্রিক সামাজিক সুফল প্রত্যাশা করেছেন।
-
✦ মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩–১৯৫৭)
-
জন্ম: নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে।
-
পরিচয়: শিক্ষাবিদ, লেখক, প্রবন্ধকার।
-
বৈশিষ্ট্য:
-
তাঁর গদ্যশৈলীতে প্রমথ চৌধুরীর প্রভাব, আর মননে রবীন্দ্রনাথের প্রভাব।
-
তিনি বুদ্ধির মুক্তি আন্দোলন-এর সঙ্গে যুক্ত ছিলেন।
-
মুক্তবুদ্ধিচর্চা, উদার মানবতাবাদ ও মননশীল প্রবন্ধরচনার জন্য বিশেষ খ্যাতি।
-
-
প্রধান প্রবন্ধগ্রন্থ: সংস্কৃতি কথা।
-
ভাবানুবাদ গ্রন্থ:
-
সুখ → Bertrand Russell এর The Conquest of Happiness।
-
সভ্যতা → Clive Bell এর Civilization।
-
✦ নির্বাচিত প্রবন্ধসমূহ
-
আমাদের দৈন্য
-
আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী
-
মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা
0
Updated: 2 months ago
'দিবসহি বহূড়ী কাউহি ডর ভাই।
রাতি ভইলে কামরু জাই।' - পদটি রচনা করেন কে?
Created: 1 month ago
A
বীণাপা
B
কুক্কুরীপা
C
ঢেণ্ডণপা
D
ভুসুকুপা
কুক্কুরীপা চর্যাপদের অন্যতম কবি, যিনি ধারণা অনুযায়ী খ্রিষ্টীয় অষ্টম শতকে বর্তমান ছিলেন এবং সম্ভবত তিব্বতের নিকটবর্তী অঞ্চলের বাসিন্দা ছিলেন। তিনি চর্যাপদের ২, ২০ ও ৪৮ নং পদের রচয়িতা, যদিও ৪৮ নং পদটি এখনো খুঁজে পাওয়া যায়নি।
কুক্কুরীপা রচিত একটি উল্লেখযোগ্য পঙক্তি:
“দিবসহি বহূড়ী কাউহি ডর ভাই।
রাতি ভইলে কামরু জাই।”
0
Updated: 1 month ago