আকাশ নীল দেখায় কেন? 

Edit edit

A

নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে 

B

নীল সমুদ্রের প্রতিফলনের ফলে 

C

নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে 

D

নীল আলোর প্রতিফলন বেশি বলে

উত্তরের বিবরণ

img

আলোর বিক্ষেপণ

  • সূর্যের আলোতে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের সাতটি রঙ বিদ্যমান।

  • যখন কোনো আলোক তরঙ্গ খুব ছোট কণার ওপর পতিত হয়, তখন সেই কণাগুলো আলোক তরঙ্গকে চারদিকে ছড়িয়ে দেয়। এই ছড়িয়ে যাওয়াকেই বলা হয় আলোর বিক্ষেপণ।

  • বিক্ষেপণের পরিমাণ আলোর তরঙ্গদৈর্ঘ্যের উপর নির্ভর করে।

  • যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত কম, তার বিক্ষেপণ তত বেশি হয়।

  • নীল রঙের তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত কম হওয়ায় এর বিক্ষেপণ বেশি হয় এবং এজন্যই আকাশ নীল দেখায়।

  • সূর্যের আলো বায়ুমণ্ডলে থাকা অণু ও সূক্ষ্ম ধূলিকণার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে, নীল ও তার কাছাকাছি রঙগুলোর বিক্ষেপণ বেশি হয়।

  • ফলে বেগুনি, আসমানী ও নীল রঙের আধিক্য সৃষ্টি হয়, যার ফলে আমাদের আকাশ নীল দেখায়।

উৎস: পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

Unfavorite

0

Updated: 2 months ago

Related MCQ

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD