A
কর্ণফুলী
B
হালদা
C
সাঙ্গু
D
মাতামুহুরী
No subjects available.
উত্তরের বিবরণ
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র:
-
বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র: হালদা নদী।
-
উৎপত্তি: খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গ; কর্ণফুলীর উপনদী।
-
অবস্থান: চট্টগ্রাম জেলা; মৎস্য গবেষণা ইনস্টিটিউট ঘোষিত মৎস্য অভয়াশ্রম।
-
হালদা নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণা।
-
বৈশিষ্ট্য: বিশ্বের একমাত্র জোয়ার-ভাটার নদী এবং এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র; সরাসরি রুই মাছের নিষিক্ত ডিম সংগ্রহ হয়।

0
Updated: 22 hours ago
'গ্রেট ব্যারিয়ার রিফ' কোথায় অবস্থিত?
Created: 22 hours ago
A
ব্রাজিল
B
অস্ট্রেলিয়া
C
ইন্দোনেশিয়া
D
ফিলিপাইন
গ্রেট ব্যারিয়ার রিফ:
-
অবস্থান: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড, কোরাল সাগর।
-
বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর; আনুমানিক ৩,৪৪,৪০০ কিমি² বিস্তৃত।
-
গঠন: ২,৯০০+ পৃথক রিফ সিস্টেম, ৭৬০ ফ্রেঞ্জ রিফ, ৩০০ প্রবাল রশ্মি, ৯০০ দ্বীপ।
-
ব্যবহার: অস্ট্রেলিয়ান আদিবাসী ও টরেস স্ট্রেইট দ্বীপবাসীদের।

0
Updated: 22 hours ago
আফ্রিকার কঙ্গো নদী অববাহিকায় কোন ধরনের জলবায়ু দেখা যায়?
Created: 22 hours ago
A
নিরক্ষীয় জলবায়ু
B
মৌসুমী জলবায়ু
C
পর্বতীয় জলবায়ু
D
তুন্দ্রা ধরনের জলবায়ু
নিরক্ষীয় জলবায়ু (Equatorial Climate):
-
অবস্থান: নিরক্ষরেখা ও তার কাছাকাছি (প্রায় ৫°–১০° অক্ষাংশ)।
-
বৈশিষ্ট্য: সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়নের কারণে বছরে দুইবার তাপমাত্রা অত্যধিক।
-
আফ্রিকা: কঙ্গো নদী অববাহিকা, গিনি উপকূল।
-
মধ্য আমেরিকা: কোস্টারিকা, পানামা, হন্ডুরাস, নিকারাগুয়া।
-
দক্ষিণ আমেরিকা: পূর্ব উপকূল, আমাজন নদীর অববাহিকা, পেরু, ইকুয়েডর, কলম্বিয়ার দক্ষিণাংশ।
-
এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়া: মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন।

0
Updated: 22 hours ago
বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
Created: 1 week ago
A
মেঘনা
B
যমুনা
C
পদ্মা
D
কর্ণফুলী
দেশের দীর্ঘতম নদী: পদ্মা নদী
পদ্মার আরেকটি নাম কীর্তিনাশা।
-
ভারতের মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদী বাংলাদেশের কুষ্টিয়ার উত্তরের দিকে প্রবেশ করে।
-
কুষ্টিয়া থেকে নদী প্রবাহিত হয়ে রাজশাহী অঞ্চলের কাছ দিয়ে যায়।
-
এরপর গোয়ালন্দে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়ে পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়।
-
চাঁদপুরের কাছে পদ্মা মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়ে তিন নদীর মিলিত স্রোত বঙ্গোপসাগরে প্রবাহিত হয়।
শাখা নদী:
মধুমতী, আড়িয়াল খাঁ, ভৈরব, মাথাভাঙা, কুমার, কপোতাক্ষ, শিবসা, পশুর (বা পসুর) বড়াল।
উপনদী:
মহানন্দা, ট্যাঙ্গন, পুনর্ভবা, নগর, কুলিক।
দৈর্ঘ্য ও অঞ্চল:
-
বাংলাদেশের তিনটি বিভাগের ১২টি জেলায় পদ্মা নদী প্রবাহিত।
-
নদীর মোট দৈর্ঘ্য প্রায় ৩৪১ কিমি।
অন্যান্য উল্লেখযোগ্য তথ্য:
-
দ্বিতীয় দীর্ঘতম নদী: ইছামতী (৩৩৪ কিমি) এবং সাঙ্গু/শঙ্খ (২৯৪ কিমি)।
-
সবচেয়ে বেশি উপজেলা দিয়ে প্রবাহিত নদী: মেঘনা (৩৬টি উপজেলা)।
-
সবচেয়ে বেশি নদ-নদী আছে: ঢাকা বিভাগ (২২২টি নদী)।
-
সবচেয়ে বেশি নদী আছে জেলায়: সুনামগঞ্জ (৯৭টি নদী)।
-
দেশের ক্ষুদ্রতম নদী: গাঙ্গিনা নদী (দৈর্ঘ্য ০.০৩২ কিমি)।
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, নদী রক্ষা কমিশন।

0
Updated: 1 week ago