'শর্মিষ্ঠা' নাটক ইংরেজি অনুবাদ করেন কে?
A
বেন জনসন
B
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
C
লর্ড বাইরন
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
‘শর্মিষ্ঠা’ নাটক
‘শর্মিষ্ঠা’ মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত বাংলা নাটক।কলকাতার পাইকপাড়ার রাজাদের অনুপ্রেরণায় বেলগাছিয়া থিয়েটারের জন্য মধুসূদন দত্ত ১৮৫৮ সালে নাটকটি রচনা করেন।
রাজাদের অর্থানুকূল্যে নাটকটি ১৮৫৯ সালের জানুয়ারি মাসে প্রকাশিত হয় এবং একই বছরের ৩রা সেপ্টেম্বর বেলগাছিয়া থিয়েটারে মঞ্চস্থ হয়।
পাশ্চাত্য রীতিতে বাংলা নাটক রচনার প্রথম সফলতা এই নাটকের মাধ্যমে দেখা যায়।
মধুসূদন পরবর্তীতে ‘শর্মিষ্ঠা’র ইংরেজি অনুবাদও করেন।
নাটকের কাহিনি পুরাণ থেকে গ্রহণ করা হয়েছে।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ: যযাতি, দেবযানী, শর্মিষ্ঠা, মাধব্য, পূর্ণিমা, রাজমন্ত্রী প্রমুখ।
মাইকেল মধুসূদন দত্তের নাটকসমূহ
শর্মিষ্ঠা
পদ্মাবতী
কৃষ্ণকুমারী
0
Updated: 1 month ago
নজরুলের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল?
Created: 1 week ago
A
বিষের বাঁশি
B
অগ্নিবীণা
C
মৃত্যুক্ষুধা
D
পুবের হাওয়া
0
Updated: 1 week ago
হুমায়ূন আহমেদের “অনিল বাগচীর একদিন” কিসের পটভূমিতে রচিত?
Created: 1 month ago
A
মুক্তিযুদ্ধ
B
সামাজিক সমস্যা
C
গ্রামীণ জীবন
D
সায়েন্স ফিকশন
হুমায়ূন আহমেদ এবং “অনিল বাগচীর একদিন”
-
কবিতা/উপন্যাসের পটভূমি: মুক্তিযুদ্ধ
-
লেখক: হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২)
-
জন্মস্থান: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ, মাতামহের বাড়ি
-
পেশা ও অবদান: কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক
-
প্রাথমিক সাহিত্যকর্ম: ‘নন্দিত নরকে’ (১৯৭২), নাতিদীর্ঘ উপন্যাস যা পাঠক সমাজে ব্যাপক সাড়া জাগায়
মুক্তিযুদ্ধ ভিত্তিক উল্লেখযোগ্য গ্রন্থ:
-
আগুনের পরশমণি
-
অনিল বাগচীর একদিন
উপন্যাসসমূহ:
-
নন্দিত নরকে
-
শঙ্খনীল কারাগার
-
আগুনের পরশমণি
-
কে কথা কয়
-
জোছনা ও জননীর গল্প
-
বিশেষত্ব: “অনিল বাগচীর একদিন” উপন্যাসে মুক্তিযুদ্ধের পটভূমিতে সাধারণ মানুষের জীবন, সংগ্রাম ও মানসিক প্রতিকূলতার চিত্রায়ন করা হয়েছে।
0
Updated: 1 month ago
বৈষ্ণব পদাবলিতে 'শৃঙ্গার রস'কে কী নামে ডাকা হয়?
Created: 2 months ago
A
মধুররস
B
সখ্যরস
C
দাস্যরস
D
শান্তরস
বৈষ্ণব পদাবলি
বৈষ্ণব পদাবলি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। এ ধারার প্রথম পদকর্তা হিসেবে বাঙালি কবি জয়দেব পরিচিত। তাঁর রচিত ‘গীতগোবিন্দম্’ কাব্য, যা রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত এবং সংস্কৃত ভাষায় লিখিত, আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন হিসেবে গণ্য হয়।
পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন। বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলি রচনা করেন চণ্ডীদাস।
বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণের প্রধান প্রেমিকা শ্রীরাধা নায়িকা হিসেবে চিত্রিত। পদাবলিতে নায়িকার আটটি অবস্থা রয়েছে।
এই কাব্যে মোট পাঁচটি রস বিদ্যমান—
-
শান্তরস
-
দাস্যরস
-
সখ্যরস
-
বাৎসল্যরস
-
মধুররস (মধুররসকে শৃঙ্গার রসও বলা হয়)
0
Updated: 2 months ago