A
ইউরেনাস
B
মঙ্গল
C
শনি
D
বৃহস্পতি
উত্তরের বিবরণ
সূর্য (Sun):
-
মাঝারি আকারের হলুদ নক্ষত্র এবং সৌরজগতের প্রধান জ্যোতিষ্ক।
-
সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আটটি গ্রহ: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন।
-
বৃহস্পতি সবচেয়ে বড়, বুধ সবচেয়ে ছোট।
-
বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি উজ্জ্বল; ইউরেনাস ও নেপচুন দূরবীক্ষণ ছাড়া দেখা যায় না।
বৃহস্পতি (Jupiter):
-
সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, গ্রহরাজ নামে পরিচিত।
-
ব্যাস: ১,৪২,৮০০ কিমি; আয়তনে পৃথিবীর চেয়ে ১,৩০০ গুণ বড়।
-
সূর্য থেকে দূরত্ব: ≈৭৭.৮ কোটি কিমি।
-
বায়ুমণ্ডল: হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস।

0
Updated: 22 hours ago