A
বন সংরক্ষণ
B
জীববৈচিত্র্য
C
জলাভূমি সংরক্ষন
D
কোনটি নয়
উত্তরের বিবরণ
রামসার কনভেনশন:
-
রামসার চুক্তি (Ramsar Convention) হলো ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি।
-
উদ্দেশ্য: জলাভূমি সংরক্ষণ, টেকসই ব্যবহার প্রচার ও বিশ্বব্যাপী পরিবেশগত ভারসাম্য রক্ষা।
-
এটি একমাত্র আন্তর্জাতিক চুক্তি যা শুধুমাত্র জলাভূমি সংরক্ষণের উপর ভিত্তি করে।
-
কার্যকর: ২১ ডিসেম্বর, ১৯৭৫।
বাংলাদেশ:
-
রামসার সনদ কার্যকর: ২১ সেপ্টেম্বর, ১৯৯২।
-
রামসার সাইট: ২টি – সুন্দরবন ও টাঙ্গুয়ার হাওর।

0
Updated: 22 hours ago
নিচের কোন ভৌগোলিক এলাকাটি 'রামসার সাইট' হিসেবে স্বীকৃত?
Created: 5 days ago
A
রামসাগর
B
বগা লেইক (Lake)
C
টাঙ্গুয়ার হাওর
D
কাপ্তাই হ্রদ
রামসার কনভেনশন
-
রামসার কনভেনশন (Ramsar Convention) হলো জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষায় বিশ্বের দেশগুলোর যৌথ উদ্যোগ।
-
এটিই পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে গৃহীত প্রথম আন্তর্জাতিক চুক্তি।
-
১৯৭১ সালে ইরানের রামসার শহরে বিভিন্ন দেশ একত্র হয়ে Convention on Wetlands নামে চুক্তিতে স্বাক্ষর করে।
-
চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে।
-
বর্তমানে এর সদস্য দেশের সংখ্যা ১৭২টি।
বাংলাদেশের অংশগ্রহণ
-
বাংলাদেশ ২১ সেপ্টেম্বর, ১৯৯২ সালে রামসার কনভেনশনের সদস্য হয়।
-
দেশে মোট ২টি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃত:
১. সুন্দরবন
২. টাঙ্গুয়ার হাওর
উৎস:

0
Updated: 5 days ago