A
লন্ডন
B
ব্রাসেলস
C
নিউইয়র্ক
D
টোকিও
উত্তরের বিবরণ
UNU (United Nations University)
-
পূর্ণরূপ: United Nations University (জাতিসংঘ বিশ্ববিদ্যালয়)
-
প্রতিষ্ঠা: ডিসেম্বর, ১৯৭২
-
শিক্ষা কার্যক্রম শুরু: সেপ্টেম্বর, ১৯৭৫
-
সদর দপ্তর: টোকিও, জাপান
-
প্রধানের পদবি: রেক্টর
-
প্রথম রেক্টর ও প্রথম বিশ্ববিদ্যালয় কাউন্সিলের সভাপতি: ড. জেমস এম. হেস্টার
-
বর্তমান রেক্টর: শিলিদজি মারওয়ালা (৭ম রেক্টর)
প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও উদ্দেশ্য:
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব প্রথম আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন জাতিসংঘের তৎকালীন মহাসচিব উ থান্ট, ১৯৬৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে। এরপর ১৯৭২ সালের ডিসেম্বর মাসে সাধারণ পরিষদ এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করে।
UNU-এর মূল উদ্দেশ্য হলো বৈশ্বিক গুরুত্বপূর্ণ সমস্যাসমূহের সমাধানে শিক্ষা ও গবেষণার মাধ্যমে সহায়তা প্রদান এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখা।
বিশ্বব্যাপী উপস্থিতি ও কার্যক্রম
বর্তমানে বিশ্বের প্রায় ১২টি দেশে ১৩টি প্রতিষ্ঠান UNU-এর অধীনে কার্যক্রম পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয়টি স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উৎস: জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?
Created: 4 days ago
A
২৪ অক্টোবর, ১৯৪৫
B
২৮ নভেম্বর, ১৯৪৩
C
২৮ জানুয়ারি, ১৯৪৩
D
২৪ ডিসেম্বর, ১৯৪৫
জাতিসংঘ ২৪ অক্টোবর ১৯৪৫ সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এই তারিখে জাতিসংঘের সনদ কার্যকর হওয়ার পর থেকে প্রতি বছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়।
জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ।
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ২৬ জুন ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।[জুলাই - ২০২৫]
- জাতিসংঘের সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।[জুলাই - ২০২৫]
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি - ইংরেজি ও ফ্রেঞ্চ।
জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থা (Principal Organs) হলো:
→ সাধারণ পরিষদ (General Assembly),
→ নিরাপত্তা পরিষদ (Security Council),
→ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council - ECOSOC),
→ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice - ICJ),
→ অছি পরিষদ (Trusteeship Council),
→ জাতিসংঘ সচিবালয় (UN Secretariat).
উৎসঃ UN ওয়েবসাইট।

0
Updated: 4 days ago
বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?
Created: 1 week ago
A
গিনি
B
ঘানা
C
সেনেগাল
D
মরক্কো
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল।

0
Updated: 1 week ago
সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে কয়টি দেশ অংশগ্রহণ করে?
Created: 1 month ago
A
২০
B
২৩
C
২১
D
২২
চিহ্নিত উত্তরটি ভুল
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: ভিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: ভিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল।
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।
উল্লেখ্য,
- ১৩তম আসর ভারতের মোট ১০টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
- গুজরাটের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার।
- উদ্বোধন ও ফাইনালসহ মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে।
উৎস: ICC Cricket ওয়েবসাইট

0
Updated: 1 month ago