আফ্রিকার কঙ্গো নদী অববাহিকায় কোন ধরনের জলবায়ু দেখা যায়?
A
নিরক্ষীয় জলবায়ু
B
মৌসুমী জলবায়ু
C
পর্বতীয় জলবায়ু
D
তুন্দ্রা ধরনের জলবায়ু
উত্তরের বিবরণ
নিরক্ষীয় জলবায়ু (Equatorial Climate):
-
অবস্থান: নিরক্ষরেখা ও তার কাছাকাছি (প্রায় ৫°–১০° অক্ষাংশ)।
-
বৈশিষ্ট্য: সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়নের কারণে বছরে দুইবার তাপমাত্রা অত্যধিক।
-
আফ্রিকা: কঙ্গো নদী অববাহিকা, গিনি উপকূল।
-
মধ্য আমেরিকা: কোস্টারিকা, পানামা, হন্ডুরাস, নিকারাগুয়া।
-
দক্ষিণ আমেরিকা: পূর্ব উপকূল, আমাজন নদীর অববাহিকা, পেরু, ইকুয়েডর, কলম্বিয়ার দক্ষিণাংশ।
-
এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়া: মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন।
0
Updated: 1 month ago
পুবর্ভবা নিম্নের কোন নদীর উপনদী?
Created: 2 months ago
A
মাতামুহুরী
B
যমুনা
C
তিস্তা
D
মহানন্দা
মহানন্দা (Mahananda):
- মহানন্দা নদীর উৎপত্তি হিমালয়ের পাদদেশে অবস্থিত দার্জিলিং জেলার নিকটবর্তী মহালড্রীম পর্বতে।
- এরপর জলপাইগুড়ি জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের সর্বত্র উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা দিয়ে প্রবেশ করেছে।
- এরপর বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্ত বরাবর প্রবাহিত হয়ে পুনরায় ভারতে প্রবেশ করেছে।
- অত:পর ভারতের পূর্ণিয়া ও মালদহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চাপাইনবাবগঞ্জের নিকট বাংলাদেশে প্রবেশ করে গোদাগাড়ির কাছে পদ্মার সাথে মিলিত হয়েছে।
- মহানন্দার উপনদী পুবর্ভবা, নাগর, কুলিক, ট্যাংগন, পাগলা প্রভৃতি।
0
Updated: 2 months ago
কোনটি জলবায়ুর নিয়ামক নয়?
Created: 3 weeks ago
A
সমুদ্রস্রোত
B
অক্ষাংশ
C
বায়ুপ্রবাহ
D
দ্রাঘিমাংশ
জলবায়ু (Climate) হলো কোনো নির্দিষ্ট অঞ্চলের কয়েক বছরের গড় আবহাওয়া। এটি পরিবর্তনশীল আবহাওয়ায় তাপমাত্রা, বায়ু চাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাতের পরিমাণ ইত্যাদির ৩০–৪০ বছরের গড় অবস্থাকে নির্দেশ করে।
জলবায়ুর নিয়ামকসমূহ:
-
বিভিন্ন অঞ্চলে জলবায়ুর পার্থক্য ঘটে, যা প্রধানত নিয়ামকসমূহের ওপর নির্ভর করে।
-
নিম্নলিখিত বিষয়গুলো জলবায়ুর নিয়ামক হিসেবে বিবেচিত হয়:
১. অক্ষাংশ
২. উচ্চতা (ভূ-স্হরের উচ্চতা)
৩. সমুদ্র থেকে দূরত্ব
৪. স্থলভাগ ও জলভাগের অবস্থান
৫. সমুদ্রস্রোত
৬. ভূমির ঢাল
৭. ভূ-প্রকৃতি
৮. বায়ুপ্রবাহ
৯. বায়ুর চাপ
১০. বনভূমির অবস্থান
উল্লেখ্য, দ্রাঘিমাংশ জলবায়ুর নিয়ামক নয়।
0
Updated: 3 weeks ago
নিচের কোনটি জলবায়ুর নিয়ামক হিসেবে বিবেচিত নয়?
Created: 1 month ago
A
সময় প্রবাহ
B
অক্ষাংশ
C
উচ্চতা
D
সমুদ্রস্রোত
জলবায়ু ও নিয়ামক:
-
জলবায়ু: কোনো অঞ্চলের ৩০–৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থার ধরন।
-
নিয়ামক: ভৌগোলিক কারণে স্থানভেদে জলবায়ুর পার্থক্য নির্ধারণকারী উপাদান।
-
সময় প্রবাহ জলবায়ুর নিয়ামক নয়।
-
পর্যবেক্ষণ: আবহাওয়া অফিস দীর্ঘকালীন তথ্য পর্যবেক্ষণ করে জলবায়ু নির্ধারণ করে।
প্রধান নিয়ামক:
১. অক্ষাংশ
২. বায়ুপ্রবাহ
৩. সমুদ্রস্রোত
৪. পর্বতের অবস্থান
৫. উচ্চতা
৬. সমুদ্র থেকে দূরত্ব
৭. ভূমির ঢাল
৮. মৃত্তিকার গঠন
৯. বনভূমির অবস্থান
0
Updated: 1 month ago