নিচের কোনটি জলবায়ুর নিয়ামক হিসেবে বিবেচিত নয়?
A
সময় প্রবাহ
B
অক্ষাংশ
C
উচ্চতা
D
সমুদ্রস্রোত
উত্তরের বিবরণ
জলবায়ু ও নিয়ামক:
-
জলবায়ু: কোনো অঞ্চলের ৩০–৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থার ধরন।
-
নিয়ামক: ভৌগোলিক কারণে স্থানভেদে জলবায়ুর পার্থক্য নির্ধারণকারী উপাদান।
-
সময় প্রবাহ জলবায়ুর নিয়ামক নয়।
-
পর্যবেক্ষণ: আবহাওয়া অফিস দীর্ঘকালীন তথ্য পর্যবেক্ষণ করে জলবায়ু নির্ধারণ করে।
প্রধান নিয়ামক:
১. অক্ষাংশ
২. বায়ুপ্রবাহ
৩. সমুদ্রস্রোত
৪. পর্বতের অবস্থান
৫. উচ্চতা
৬. সমুদ্র থেকে দূরত্ব
৭. ভূমির ঢাল
৮. মৃত্তিকার গঠন
৯. বনভূমির অবস্থান
0
Updated: 1 month ago
নিম্নের কোন আপদটি (Hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?
Created: 1 month ago
A
সড়ক দুর্ঘটনা
B
তামাক ও মাদকদ্রব্য গ্রহণ
C
বায়ু দূষণ
D
ক্যান্সার
বায়ু দূষণ ও আপদ (Hazard)
বায়ু দূষণ পৃথিবীতে মানুষের মৃত্যুর একটি প্রধান কারণ।
-
বায়ু দূষণের কারণে বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি হচ্ছে।
-
দূষণকারী প্রধান উপাদান হলো – কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনো-অক্সাইড, ওজোন, নাইট্রোজেনের অক্সাইডসমূহ ও এরোসল।
-
দূষণের মূল উৎস: জীবাশ্ম জ্বালানি পোড়ানো, যানবাহন ও কারখানার ধোঁয়া, তেজস্ক্রিয় পদার্থ, ইটভাটা, এমনকি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত।
-
শহরাঞ্চলে বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি।
-
এ দূষণ সরাসরি মানুষের স্বাস্থ্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
-
দূষিত বাতাস শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শ্বাসকষ্ট, কাশি, বুক জ্বালা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
-
সালফারের অক্সাইড ফুসফুসের নানা রোগ সৃষ্টি করে।
-
নাইট্রোজেন অক্সাইড ফুসফুস ফুলে যাওয়া, ফুসফুসে পানি জমা এবং গুরুতর অসুস্থতার কারণ হতে পারে।
-
দীর্ঘ সময় দূষিত বায়ুতে থাকার ফলে হাঁপানি, শ্বাসনালীর প্রদাহ ও কণ্ঠস্বর ভাঙার মতো রোগ দেখা দেয়।
-
শুধু শ্বাসতন্ত্র নয়, প্রায় প্রতিটি অঙ্গতন্ত্রে জটিলতা তৈরি হয়।
-
ক্যান্সার, নিউমোনিয়া, জন্ডিসসহ নানা রোগের কারণে বিশ্বে মৃত্যুর হার বাড়ছে।
আপদ (Hazard)
-
আপদ হলো এমন একটি অস্বাভাবিক ঘটনা, যা প্রাকৃতিক, মানবসৃষ্ট বা কারিগরি কারণে ঘটে এবং মানুষের জীবন ও জীবিকাকে বিপদে ফেলে।
-
আপদের ফলে বিপর্যয় সৃষ্টি হয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
-
যেমন: ভূমিকম্প, বন্যা ইত্যাদির সরাসরি প্রভাব পড়ে অবকাঠামোর ওপর, যার পুনর্নির্মাণ অনেক ব্যয়বহুল।
-
অর্থাৎ, সব ধরনের চরম ঘটনাই আপদ হিসেবে গণ্য হয়।
আপদের ধরন:
-
প্রাকৃতিক আপদ – ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বজ্রঝড়, টর্নেডো, বন্যা, ভূমিকম্প, সুনামি, খরা, নদী ভাঙন ইত্যাদি।
-
মানবসৃষ্ট আপদ – ভবনধ্বস, সড়ক ও নৌ দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ইত্যাদি।
-
কারিগরি আপদ – বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকাণ্ড, কলকারখানার দুর্ঘটনা, পারমাণবিক দুর্ঘটনা ইত্যাদি।
উৎসঃ ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
শীতকালে জলভাগের চেয়ে স্থলভাগ বেশি-
Created: 2 months ago
A
শীতল থাকে
B
গরম থাকে
C
সমান তাপমাত্রা থাকে
D
কোনটিই নয়
স্থলভাগ ও জলভাগের অবস্থান ও প্রভাব
প্রধান বৈশিষ্ট্য
-
স্থলভাগ দ্রুত উত্তপ্ত ও শীতল হয়; জলভাগ তুলনায় ধীরে উত্তপ্ত ও শীতল।
-
শীতকালে → স্থলভাগ বেশি শীতল; গ্রীষ্মে → স্থলভাগ বেশি গরম।
-
সূর্যরশ্মি স্থলভাগে বেশি প্রতিফলিত হয়।
-
জলভাগে আবহাওয়া মৃদুভাবাপন্ন, স্থলভাগে চরম তাপমাত্রা দেখা দেয়।
প্রভাব
-
স্থল ও জলভাগের অবস্থান আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য তৈরি করে।
-
পৃথিবীর ভূপৃষ্ঠের ৭১% জলভাগ এবং ২৯% স্থলভাগ এই পার্থক্য সৃষ্টি করে।
-
সমুদ্রের পানির স্রোত ও জোয়ার ভাটা দ্বারা বায়ু উত্তপ্ত হয় এবং পুনঃবণ্টন ঘটে।
-
মূল কারণ: স্থলভাগের আপেক্ষিক তাপ (specific heat) কম, জলভাগের বেশি।
0
Updated: 2 months ago
মানব-সৃষ্ট দুর্যোগের উদাহরণ কোনটি?
Created: 1 month ago
A
অগ্ন্যুৎপাত
B
ভূমিকম্প
C
জলাবদ্ধতা
D
ঘূর্ণিঝড়
দুর্যোগ হলো এমন এক বিপর্যয় যা কোনো নির্দিষ্ট এলাকার অধিকাংশ মানুষকে বিপদাপন্ন করে তোলে এবং তা মানুষের নিজস্ব সামর্থ্যের বাইরে চলে যায়। এটি একটি অঞ্চলের স্বাভাবিক কার্যক্রমে প্রচণ্ড বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ ও পরিবেশে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। দুর্যোগের ফলে কেবল শারীরিক ক্ষতিই নয়, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়।
-
পৃথিবীর যে কোনো দেশে মূলত দুই ধরনের দুর্যোগ সংঘটিত হয়:
-
প্রাকৃতিক দুর্যোগ: প্রাকৃতিক শক্তি দ্বারা সংঘটিত দুর্যোগ। উদাহরণ: অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়, খরা, সুনামি, ভূমিধস ইত্যাদি।
-
মানবসৃষ্ট দুর্যোগ: মানব কর্মকাণ্ডের কারণে সংঘটিত দুর্যোগ। উদাহরণ: জলাবদ্ধতা, অগ্নিকাণ্ড, শিল্পকারখানার দুর্ঘটনা, রাসায়নিক ও তেজস্ক্রিয় দূষণ, পরিবেশদূষণ, যুদ্ধ ও সংঘাত, সড়ক দুর্ঘটনা ইত্যাদি।
-
অতিরিক্ত তথ্য হিসেবে বলা যায়, দুর্যোগকে সাধারণত হঠাৎ সংঘটিত দুর্যোগ (যেমন ভূমিকম্প বা বিস্ফোরণ) এবং ক্রমবর্ধমান দুর্যোগ (যেমন খরা বা জলবায়ু পরিবর্তনের প্রভাব) এভাবে শ্রেণিবদ্ধ করা যায়। বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের কারণে প্রাকৃতিক দুর্যোগপ্রবণ একটি দেশ, বিশেষত বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও জলোচ্ছ্বাস এখানে বারবার ঘটে থাকে। এজন্য বাংলাদেশকে বিশ্বে অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ধরা হয়।
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পাশাপাশি সাইক্লোন শেল্টার, প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক দল ও আন্তর্জাতিক সহযোগিতা। বিশ্বব্যাপী জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক সংস্থা (UNDRR) দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0
Updated: 1 month ago