'হাকালুকি হাওর' কোন জেলায় অবস্থিত?
A
সুনামগঞ্জ
B
হবিগঞ্জ
C
মৌলভীবাজার
D
কিশোরগঞ্জ
উত্তরের বিবরণ
হাকালুকি হাওর:
-
বাংলাদেশের বৃহত্তম হাওর, অবস্থান: মৌলভীবাজার ও সিলেট।
-
হাওরে প্রায় ২৩৮টি বিল।
-
প্রধান জলরাশি: জুরী ও পানাই নদী।
উল্লেখযোগ্য:
-
টাঙ্গুয়ার হাওর: সুনামগঞ্জ জেলায় অবস্থিত।
0
Updated: 1 month ago
'হাইল হাওর' কোন জেলায় অবস্থিত?
Created: 1 month ago
A
সুনামগঞ্জ
B
নেত্রকোনা
C
কিশোরগঞ্জ
D
মৌলভীবাজার
হাইল হাওর:
-
অবস্থান: মৌলভীবাজার (শ্রীমঙ্গল) ও হবিগঞ্জ (বাহুবল) উপজেলা।
-
বৈশিষ্ট্য: ১৪টি বিল, ১৩টি পানি নিষ্কাশন নালা, মোট আয়তন ১০,০০০ হেক্টর।
-
স্থানীয় নাম: লতাপাতার হাওর, প্রচুর লতা ও গুল্মজাতীয় উদ্ভিদ থাকার কারণে।
0
Updated: 1 month ago
বাংলাদেশের প্রথম রামসার সাইট কোনটি?
Created: 1 month ago
A
চলনবিল
B
টাঙ্গুয়ার হাওর
C
রাতারগুল
D
সুন্দরবন
রামসার কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়। এর মূল উদ্দেশ্য হলো জলাভূমি সংরক্ষণ এবং সারা বিশ্বের এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা। বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর এই চুক্তি কার্যকর করেছে এবং বর্তমানে দেশের দুটি এলাকা রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত।
-
রামসার কনভেনশনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জলাভূমি সংরক্ষণের চুক্তি হিসেবে মানা হয়।
-
বাংলাদেশের রামসার সাইট দুইটি হলো: সুন্দরবন এবং টাঙ্গুয়ার হাওর।
-
সুন্দরবন বাংলাদেশের প্রথম রামসার সাইট।
-
১৯৯২ সালের ২১ মে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়।
-
দ্বিতীয় রামসার সাইট হলো টাঙ্গুয়ার হাওর, যা সুনামগঞ্জ জেলায় অবস্থিত।
-
২০০০ সালের ২৯ জানুয়ারি টাঙ্গুয়ার হাওরকে সুন্দরবনের পর বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়।
0
Updated: 1 month ago
বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি?
Created: 1 month ago
A
হাকালুকি হাওর
B
হাইল হাওর
C
টাঙ্গুয়ার হাওর
D
কোনটি নয়
হাকালুকি হাওর:
-
হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তম হাওর।
-
এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি।
-
মোট আয়তন ২১,৫০০ হেক্টর।
-
অবস্থান: মৌলভীবাজার ও সিলেট জেলা।
-
এতে প্রায় ২৩৮টি বিল রয়েছে।
-
প্রধান প্রবাহ: জুরী ও পানাই নদী।
অন্যদিকে:
-
টাঙ্গুয়ার হাওর (১১,৭০০ হেক্টর) সুনামগঞ্জ জেলায়।
-
হাইল হাওর (১৫,১০০ হেক্টর) মৌলভীবাজার জেলায়।
-
শনির হাওর (৬,৬৩৮ হেক্টর) সুনামগঞ্জ জেলায়।
-
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর হলো টাঙ্গুয়ার হাওর।
0
Updated: 1 month ago