একটি ক্লাসে ৪০ জন ছাত্র আছে। এর মধ্যে ২০ জন ফুটবল খেলে, ১৬ জন ক্রিকেট খেলে এবং ৬ জন কিছুই খেলে না। কতজন উভয়টিই খেলে?
A
৫ জন
B
৩ জন
C
৪ জন
D
২ জন
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি ক্লাসে ৪০ জন ছাত্র আছে। এর মধ্যে ২০ জন ফুটবল খেলে, ১৬ জন ক্রিকেট খেলে এবং ৬ জন কিছুই খেলে না। কতজন উভয়টিই খেলে?
সমাধান:
যে কোন একটি বা উভয়টিই খেলে, n(F ∪ C) = ৪০ - ৬ জন
= ৩৪ জন
ফুটবল খেলে, n(F) = ২০ জন
ক্রিকেট খেলে, n(C) = ১৬ জন
আমরা জানি,
n(F ∪ C) = n(F) + n(C) - n(F ∩ C)
⇒ n(F ∩ C) = n(F) + n(C) - n(F ∪ C)
= ২০ + ১৬ - ৩৪
= ৩৬ - ৩৪
= ২
∴ উভয়টিই খেলে = ২ জন
0
Updated: 1 month ago
১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০° কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?
Created: 5 months ago
A
১২ ফুট
B
৯ ফুট
C
৬ ফুট
D
৩ ফুট
প্রশ্ন: ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে খুঁটির সঙ্গে ৬০° কোণ উৎপন্ন করে ভূমিতে স্পর্শ করে। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?
সমাধান:

ধরি,
মাটি থেকে h ফুট উঁচুতে খুঁটিটি ভেঙ্গে যায়।
ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে খুঁটির সঙ্গে ৬০° কোণ উৎপন্ন করে,
∴ ভাঙ্গা অংশটি ভূমির সঙ্গে ৯০° - ৬০° = ৩০° কোণ উৎপন্ন করে
আমরা জানি,
sin৩০° = লম্ব/অতিভূজ
বা, ১/২ = h/(১৮ - h)
বা, (১৮ - h) = ২h
বা, ৩h = ১৮
∴ h = ৬
অর্থাৎ, মাটি থেকে ৬ ফুট উঁচুতে খুঁটিটি ভেঙ্গে গিয়েছিল।
0
Updated: 5 months ago
কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা?
Created: 2 months ago
A
1.20
B
2.50
C
3.00
D
4.00
প্রশ্ন: কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা?
সমাধান:
20% কমে,
100 টাকায় কমে 20 টাকা
1 টাকায় কমে 20/100 টাকা
12 টাকায় কমে (20 × 12)/100 টাকা
= 2.4 টাকা
শর্তমতে,
কলার দাম 2.4 টাকা কমে যাওয়ায় 2 টি কলা বেশি পাওয়া যায়।
সুতরাং 2টি কলার দাম = 2.4 টাকা
তাহলে 1টি কলার দাম = 2.4/2 টাকা।
= 1.2 টাকা
0
Updated: 2 months ago
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১০ বার ঘুরে। চাকাটি ১২ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে?
Created: 1 month ago
A
৮৪০°
B
৩৬০°
C
৭২০°
D
১৪৪০°
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১০ বার ঘুরে। চাকাটি ১২ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে?
সমাধান:
একটি গাড়ির চাকা,
৬০ সেকেন্ডে ঘুরে ১০ বার
১ সেকেন্ডে ঘুরে ১০/৬০ বার
∴ ১২ সেকেন্ডে ঘুরে (১০ × ১২)/৬০ বার
= ২ বার
চাকাটি ১ বারে ঘুরে ৩৬০°
চাকাটি ২ বারে ঘুরে (২ × ৩৬০°)
= ৭২০°
0
Updated: 1 month ago