একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
A
২০
B
১৬
C
২৪
D
১৮
উত্তরের বিবরণ
0
Updated: 5 months ago
রোমান সংখ্যায় MMDCCL = ?
Created: 3 weeks ago
A
2650
B
2750
C
2950
D
2850
সমাধান:
রোমান সংখ্যায়,
M = 1000
D = 500
C = 100
L = 50
রোমান সংখ্যায়,
M = 1000
D = 500
C = 100
L = 50
∴ সমষ্টি = (2 × 1000) + 500 + (2 × 100) + 50
= 2000 + 500 + 200 + 50
= 2750
0
Updated: 3 weeks ago
The least number by which 108 must be multiplied to make it a perfect square is-
Created: 2 months ago
A
2
B
5
C
3
D
4
Question: The least number by which 108 must be multiplied to make it a perfect square is-
Solution:
একটি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হতে হলে তার মৌলিক গুণনীয়কগুলোকে অবশ্যই জোড় সংখ্যায় (even power) থাকতে হবে।
108 = 2 × 2 × 3 × 3 × 3
= 22 × 33
জোড়া গঠন করে পাই,(2 × 2) × (3 × 3) × 3
এখানে জোড়া বিহীন সংখ্যা 3
∴ 108 কে 3 দ্বারা গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
0
Updated: 2 months ago
45 ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হলো যেন এক অংশ অন্য অংশের 1/4 হয়। ছোট অংশটির দৈর্ঘ্য কত?
Created: 1 month ago
A
8 ফুট
B
6 ফুট
C
7 ফুট
D
9 ফুট
প্রশ্ন: 45 ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হলো যেন এক অংশ অন্য অংশের 1/4 হয়। ছোট অংশটির দৈর্ঘ্য কত?
সমাধান:
মনে করি,
একটি অংশ = x
অপর অংশটি = x/4
প্রশ্নমতে,
x + (x/4) = 45
⇒ (4x + x)/4 = 45
⇒ 5x = (45 × 4)
⇒ 5x = 180
⇒ x = 180/5
∴ x = 36
∴ ছোট অংশটির দৈর্ঘ্য = 36/4
= 9 ফুট।
0
Updated: 1 month ago