‘পদ্মানদীর মাঝি’
-
রচয়িতা: মানিক বন্দ্যোপাধ্যায়
-
প্রকাশ: ১৯৩৪ সাল থেকে ‘পূর্বাশা’ পত্রিকায় ধারাবাহিকভাবে
-
প্রেক্ষাপট ও বিষয়বস্তু: পদ্মা নদীর তীরবর্তী ধীবর বা জেলে-জীবনের কাহিনি। গ্রামীণ জীবনের বাস্তবতা, নদীর সঙ্গে মানুষের সম্পর্ক এবং চরিত্রগুলোর সামাজিক ও মানসিক দ্বন্দ্ব উপন্যাসে ফুটে উঠেছে।
-
প্রধান চরিত্র:
-
কুবের
-
কপিলা
-
মালা
-
ধনঞ্জয়
-
গণেশ
-
শীতলবাবু
-
হোসেন মিয়া (রহস্যময় চরিত্র; নির্মম ও দয়ার্দ্র, সরল ও ক্রুর, শ্রমী ও মাদক ব্যবসায়ী; নতুন চরে জীবনের গান শোনাতে আগ্রহী; নিরীহ মাঝিদের কাছে ত্রাতা হিসেবে সম্মানিত)
-
-
উল্লেখযোগ্য দিক:
-
কুবের ও কপিলার আন্তঃসম্পর্ক উপন্যাসে ভিন্ন মাত্রা যোগ করেছে।
-
বিখ্যাত সংলাপ: "আমারে নিবা মাঝি লগে?"—কপিলা কুবেরকে উদ্দেশ্য করে।
-
উপন্যাসটি ইংরেজি, রাশিয়ান, চীনা, চেক, নরওয়েজিয়ান, সুইডিশ প্রভৃতি ভাষায় অনূদিত হয়েছে।
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া।